আবদুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজ এর নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভূমি মন্ত্রী

সেলিম,কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ

আবদুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজ এর নবীন বরণ-বিদায় সংবর্ধনা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম‍্যুঁরাল-কলেজ গেইটে আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্রি চিকিৎসা ক‍্যাম্প উদ্বোধন, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান আজ ৩০ জুলাই (রোববার) বিকাল ৪ টায় কলেজ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

কলেজ এর অধ‍্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীনের সভাপতিত্বে ও কলেজ অধ্যাপক শীমামা আকতার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান আমির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার ফারহানা মমতাজ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পীযূষ কুমার চৌধুরীসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

কলেজ অধ‍্যক্ষ জসীম উদ্দীন চৌধুরীর সভাপতির স্বাগত বক্তব্যে আবদুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজকে সরকারিকরণ, কারিগর শিক্ষকদের এমপিও ভুক্তি ও কারিগরি ভবন নির্মাণের দাবী প্রসঙ্গে প্রধান অতিথি ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন-দক্ষিণ জেলার প্রবেশ মুখে অবস্থিত আবদুল জলিল চৌধুরী ডিগ্রী কলেজকে বর্তমান সরকারের মেয়াদে সরকারিকরণ করার সর্বাত্বক প্রচেষ্টা থাকবে যদি সম্ভব না হয় আগামীতে আওয়ামী লীগ সরকার গঠন করে তাহলে প্রথমে একাজটিকে অগ্রাধিকার দেওয়া হবে, এ সময় তিনি আরও বলেন ৫ ইউনিয়নকে নিয়ে কর্ণফুলী উপজেলা করা বড় চ‍্যালেঞ্জিং কাজ ছিল সেটা বাস্তবায়ন করতে পেরেছি তাহলে এ কলেজ কেন সরকারিকরণ করতে পারবো না।

তিনি সম্প্রতি সময়ের বিএনপি -জামায়াতের নৈরাজ্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন বিএনপিতে নেতৃত্বের অভাব রয়েছে তাদের আন্দোলনে সরকারের কোনো কিছুই করতে পারবে না অহেতুক মানুষকে কষ্ট দিচ্ছে তিনি তাদের অতীতের কথা ভুলে নির্বাচনে অংশগ্রহণেরও আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুনঃ