রংপুরে সাংবাদিক রতন সরকার স্মরণে শোক সভা অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধিঃ

সময় টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান মফস্বল সাংবাদিকতার দিকপাল রতন সরকারের অকাল মৃত্যুতে আজ (১২ আগস্ট ২০২৩) শনিবার বিকেল ৪ টায় নগরীর নিউক্রস রোডস্থ সুমি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী। শোক সভাটি পরিচালনা করেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা এডভোকেট পলাশ কান্তি নাগ। সদ্য প্রয়াত রতন সরকারের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি শাফিয়ার রহমান শফি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক অশোক সরকার, মাহিগন্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহম্মেদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মানিক, এডভোকেট মাসুম হাসান, এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, এডভোকেট ওয়াজিহার রহমান, কালের কন্ঠের ফটো সাংবাদিক আদর রহমান, ফটো সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, প্রজন্ম একাত্তর কেন্দ্রীয় কমিটির সদস্য দেবদাস ঘোষ দেবু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রাতুজ্জামান রাতুন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংগঠক এডভোকেট রায়হান কবীর, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল্লাহ মিয়া,রংপুর পদাতিকের সহ-সভাপতি এস.বি সুমন, শ্রমিক নেতা রেদোয়ান ফেরদৌস, প্রপদ এর নুরে আজম দীপু, সাংবাদিক বেলায়েত হোসেন বাবু প্রমুখ।

সভার শুরুতে রতন সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, রতন সরকারের মতো আপোষহীন ও সাহসী সাংবাদিক বিরল। সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে তিনি সদা সোচ্চার ছিলেন। প্রতিটি সংবাদে মেধা, দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। বিশেষত তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় তথা তিস্তা অববাহিকার মানুষের জীবন চিত্র সমসাময়িককালে এতো দরদ দিয়ে কেউ তুলে আনেনি। রতন সরকার তার কর্মের মধ্য দিয়ে আজীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন।

নিউজটি শেয়ার করুনঃ