কর্ণফুলীতে ১৫ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি
কর্ণফুলীতে ১৫ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি
সেলিম,কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম’র কর্ণফুলীতে ১৫ টি পূজামন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা এ উপলক্ষে আজ ৪ অক্টোবর (বুধবার) কর্ণফুলী উপজেলার হলে পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান, কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর অফিসার ইনচার্স সোহাব মুন্সী, আনসার ভিডিপির প্রতিনিধি রানাসহ কর্ণফুলী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রূপেন চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজীব শীলসহ চরলক্ষ্যা সার্বজনীন পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সবুজ দে, চরলক্ষ্যা সর্বজনীন পূজা পরিষদের (২) সভাপতি ও সাধারণ সম্পাদক-ডাঃ অনিল কুমার, মটন কান্তি দাশ, চরলক্ষ্যা নবচেতনা সার্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক অলক দাশ ও বিত্ত দত্ত, উত্তর শিকলবাহা শীল সংঘ পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পিংকু শীল, বিকাস শীল, দক্ষিণ শিকলবাহা শ্রী শ্রী লোকনাথ গীতা স্কুল সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক রাজীব শীল, সত্যেরাম শীল, দক্ষিণ শিকলবাহা শ্রী শ্রী কালী সংঘ সার্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সুমন শীল, বাবুল শীল, ডাঙ্গাচর অদ্বৈত অচ্যুতধাম সার্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক মান্না দে, জয় দাশ, শাহমীরপুর নাথপাড়া সার্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার নাথ, যুবরাজ নাথ, জুলধা শাহমীরপুর সনাতন পাড়া সার্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সজল দাশ, সঞ্জয় দাশ, দৌলতপুর পদ্মপুকুর পাড় সার্বজনীন পূজা পরিষদ সভাপতি ও সাধারণ সম্পাদক সঞ্জয় শীল, মিন্ট শীল, বড় উঠান নবীন চন্দ্র ভক্ত পাড়া সর্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক আপন দে জয় দেব দে, হাজীরখীল শীলপাড়া সার্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক জিতেন্দ শীল, সম্বু, কাকলী সংঘ পূজা উদযাপন পরিষদ (ধরপাড়া বড়উঠান) সভাপতি ও সাধারণ সম্পাদক সাজু ধর, ইমন ধর ও জুলধা ৬নং ওয়ার্ড সনাতন পাড়া (মঙ্গলদাশের বাড়ী) সার্বজনীন পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক রকি দাশ, রুবেল দাশ প্রমুখ।
সভায় আসন্ন শরদীয় দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি টিভি ক্যামরার ব্যবহার, নির্ধারিত পোষকে শৃঙ্খলা কমিটি গঠন, অন্য ধর্মের ইবাদতের সময় ও স্কুল কলেজ এলাকায় মাইকের ব্যবহার সীমিত রাখাসহ আনন্দময় পরিবেশ নিশ্চিত করার বিষয়ে উঠে আসে। এসময় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ বলেন-সম্প্রীতি বন্ধনে আবদ্ধ কর্ণফুলীতে সকল ধর্মীয় উৎসব, উৎসবমুখোর হয়ে উঠুক, আর উৎসর্ব মুখোর পরিবেশ গড়তে আত্মংকতা নয় চাই সর্তকতা।