চট্টগ্রাম জেলা ফুটবল টিমের জার্সি উন্মোচন করলেন সাবেক সিটি মেয়র নাছির
চট্টগ্রাম জেলা ফুটবল টিমের জার্সি উন্মোচন করলেন সাবেক সিটি মেয়র নাছির
হোসেন বাবলা,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামে শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহনকারী চট্টগ্রাম জেলা দল (অনুর্ধ্ব-২০) কাল ১৮অক্টোবর নোয়াখালী জেলা দলের বিপক্ষে এবং ২০ অক্টোবর লক্ষ্মীপুর জেলার বিপক্ষে মাঠে খেলতে নামবে। সেই লক্ষ্যে গত সোমবার বিকেলে জেলা টিমের শুভকামনা করে বিশেষ দোয়া মোনাজাত এবং সংক্ষিপ্ত পরিচিতি সভা ও জার্সি উম্মোচন অনুষ্ঠিত হয়।
জার্সি উন্মোচন উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র, বিসিবির পরিচালক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সিজেকেএস কাউন্সিলর ও পৌর চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দলের দল নেতা, সাবেক ক্রীড়াবিদ ও তরুণ ক্রীড়া সংগঠক সৈয়দ মোহাম্মদ তানসীর, সিজেকেএস কাউন্সিলর মোঃ নাসির মিয়া, হেড কোচ শামসুল আলম, সদস্য মোঃ এনামুল হক, সালাউদ্দিন জাহেদ সহ জেলা দলের অন্যান্য কর্মকর্তা, ফুটবলার গণ উপস্থিত ছিলেন। সবাই চট্টগ্রাম জেলা দলের জন্য দোয়া করবেন।