ইয়ুথ দাবা টুর্নামেন্টে সাকের উল্লাহ অপরাজিত চ্যাম্পিয়ন
ইয়ুথ দাবা টুর্নামেন্টে সাকের উল্লাহ অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদকঃ
চট্টগ্রাম চেস্ একাডেমি ইয়ুথ (অনূর্ধ্ব–১৭)স্ট্যান্ডার্ড দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরন অনুষ্ঠান আগ্রাবাদ সিডিএস্থ ১৭ নং রোডে গতকাল সন্ধ্যায় একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং একাডেমির পরিচালক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ।
এই সময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ও ফিদে আরবিটার এস এম তারেক, সিনিয়র সহ-সভাপতি মহসিন জামাল পাপ্পু, দাবা খেলোয়ার সমিতি নবনির্বাচিত সভাপতি শহীদুর রহমান, সা:সম্পাদক ও ফিদে মাস্টার মোঃ আব্দুল মালেক, চট্টগ্রাম চেস্ একাডেমির পরিচালক এম এম সুফিয়ান আশরাফ ও তোহিদুল করিম।
চট্টগ্রাম দাবা একাডেমির আয়োজনে ১ম অনুর্ধ-১৭ ফিদে স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্টে মোঃ সাকের উল্লাহ ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন। সমান খেলায় ৫ পয়েন্ট নিয়ে টাই-ব্রেকিং পদ্ধতিতে প্রাঞ্জল বড়ুয়া রানার্স আপ, সাফায়েত কিবরিয়া আযান ৩য় স্থান, আবিদ মাহাদি সাদ্ ৪র্থ স্থান, ফাইয়াজ চৌধুরী ৫ম স্থান এবং আফিফ নেওয়াজ ৬ষ্ঠ স্থান অর্জন করেন।
এছাড়াও অনূর্ধ্ব ৮ বালক বিভাগে নাজিফ নেওয়াজ, অনূর্ধ্ব ১০ বালক বিভাগে আফরাজ আরিব, অনূর্ধ্ব ১২ বালক বিভাগে সৈয়দ সফিউল মুসনাবিন, অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে আরভিন দেব, অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে আবুল কাশেম বিজয়, অনূর্ধ্ব ৮ বালিকা বিভাগে আনুস্কা দত্ত, অনূর্ধ্ব ১০ বালিকা বিভাগে মাশরিফা আহমেদ রাহা, অনূর্ধ্ব ১২ বালিকা বিভাগে প্রজ্ঞা রায় চৌধুরী, অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে তৌহিদা বেগম এবং অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সানোয়ারা আক্তার পুরস্কার লাভ করেন।
টুর্নামেন্টের চিফ আরবিটার ছিলেন, রাকিবুল ইসলাম সাচ্চু, ডেপুটি চিফ আরবিটার ছিলেন নুরুল আমিন এবং আরবিটার হিসাবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। এই টুর্নামেন্টে ৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।