সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আনসার

কামাল উদ্দিন,চট্টগ্রাম প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল।

গত ২১ অক্টাবর’২৩ দূর্গাপূজার মহাসপ্তমীতে চট্টগ্রামের, মালিপাড়া কৈলব্য যুব জাগরণ সংঘ, পাহাড়তলী, পূর্ব গোসাইল ডাঙ্গা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, ডবলমুরিং, কুয়াইশ চান্দগাঁও সার্বজনীন শারদীয় দুর্গা মন্দির, কোতোয়ালি, রাজাপুকুর সার্বজনীন পূজা মন্দির, কোতোয়ালি, এনায়েত বাজার পূজা মন্দির, কোতোয়ালি, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী পূজা মন্দির, কোতোয়ালি সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনের সময় পূজা কমিটির সাথে মত বিনিময় করেন এবং নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার- ভিডিপি সদস্য-সদস্যাদের শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে পূজামন্ডপের নিরাপত্তার দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন, আনসার-ভিডিপি চট্টগ্রাম এর জেলা কমান্ড্যান্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিব।

নিউজটি শেয়ার করুনঃ