চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ ৩০৭ লিটার চোলাই মদ উদ্ধার গ্রেফতার দুই

কামাল উদ্দিন,চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

সিএমপি বন্দর থানায় ২জন অভিযুক্তসহ চোলাই মদ তৈরীর সরঞ্জামাদি ও ৩০৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার।

২৫/১০/২০২৩ তারিখ ১৪ঃ১০ ঘটিকায় ও ১৪ঃ৫০ ঘটিকায়। বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫ ও ৩২ এর অভ্যন্তরে চোলাই মদ জব্দ ও দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই(নিঃ)/মোঃ ফয়সাল সরোয়ার, বন্দর থানা, সিএমপি, চট্টগ্রাম সংগীয় অফিসারসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, ২নং মাইলের মাথা, লায়লা সিএনজি পাম্পের বিপরীতে, আবুল হোসেন ভিলা, ৫ম তলা, রুম নং-৩৫ এর অভ্যন্তরে হতে অভিযুক্ত আপেল চাকমা(২৮)’কে ধৃত করেন। অভিযুক্ত আপেল চাকমা(২৮) এর দখল হতে ক) ২৪২(দুইশত বিয়াল্লিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, মূল্য অনুমান ১,২১,০০০/-(এক লক্ষ একুশ হাজার) টাকা ও মদ তৈরীর সরঞ্জাম ৩টি বিভিন্ন সাইজের সিলভারের ডেকচি, ১টি Redmi note 8 pro এন্ড্রয়েড মোবাইল উদ্ধার পূর্বক ২৫/১০/২০২৩ তারিখ ১৪ঃ১০ ঘটিকায় জব্দ করেন। পরবর্তীতে বর্ণিত ১নং অভিযুক্তকে নিয়ে থানায় আসার প্রাক্কালে পার্শ্ববর্তী একই বিল্ডিংয়ের ৫ম তলার ৩২ রুমে থাকা ২নং অভিযুক্ত দুক্যে চাকমা(৩০) পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে তাহাকে ধৃত করেন। অভিযুক্ত দুক্যে চাকমা(৩০) এর দখল হতে ৬৫(পঁয়ষট্টি) লিটার দেশীয় তৈরী চোলাই মদ, ৩২,৫০০/-(বত্রিশ হাজার পাঁচশত) টাকা ও ১টি Symphony S45 বাটন মোবাইল উদ্ধার পূর্বক ২৫/১০/২০২৩ তারিখ ১৪ঃ৫০ ঘটিকায় জব্দ তালিকা-২ মূলে জব্দ করেন।

গৃহীত ব্যবস্থাঃ বন্দর থানার মামলা নং-২৪, তারিখ-২৬/১০/২০২৩ইং, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণী ২৪(খ)/২৪(গ)/৩৭ রুজু হয়।

নিউজটি শেয়ার করুনঃ