আমেরিকা ৭১’র প্রতিশোধ নিতে বিএনপির উপর সওয়ার হয়েছে—মাহতাব উদ্দিন চৌধুরী

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৩, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ-বিএনপি’র অবস্থা হয়েছে এরকমই। তাদের নিত্যসঙ্গী জামাত সহ স্বাধীনতা বিরোধী অপশক্তি। যারা ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর গণহত্যার প্রত্যক্ষ সহযোগী ছিল। এরা প্রকৃত অর্থেই যুদ্ধাপরাধী। এখন যেকোনভাবে-ক্ষমতায় যাওয়ার জন্য বিশ্বের দেশে দেশে মানবতাবিরোধী গণহত্যার মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিএনপি দাশখত দিয়েছে। এই মার্কিনীরা ৭১ সালে মুক্তিযুদ্ধের পরাজিত পাকিস্তানী হানাদার বাহিনীকে সহায়তা দিতে বঙ্গোবসাগরে সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল। পড়ে আন্তর্জাতিক চাপের মুখে সপ্তম নৌ-বহর ফেরত নিতে বাধ্য হয়েছিল। আমিরেকা এখন তার প্রতিশোধ নিতে বিএনপি জামাতের উপর সওয়ার হয়েছে। তারপরও মার্কিনীদের কুমতবল হাসিল হবে না। তিনি আজ রোববার সকালে নাশকতা ও অরাজকতা বিরোধী এবং অযৌক্তিক অবরোধ কর্মসূচিতে জনগণের জানমাল রক্ষায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল ফজল মার্কেট চত্বরে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। শেখ হাসিনা ধারাবাহিকভাবে প্রায় ১৫ বছর ক্ষমতায় থেকে যে অভাবনীয় উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত করেছেন তাতে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো ঈর্ষান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধাক্কা দিতে চায়-এটা তাদের দিবাস্বপ্ন। কেননা দক্ষিণ পূর্ব এশিয়ায় একমাত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা নদীর উপর সড়ক ও রেল সেতু হয়েছে। ঢাকায় মেট্রো রেল হয়েছে। দোহাজারী থেকে কক্সবাজর পর্যন্ত রেল পথ হয়েছে। এই রেলপথটি অচিরেই এশিয়ান ট্রান্স রেলওয়ের সাথে যুক্ত হয়ে চীন পর্যন্ত চলে যাবে। এসব অসম্ভব সম্ভব হয়েছে শেখ হাসিনার দূরদশী ও বিচক্ষণ নেতৃত্বের কারণে। তাই জনগণ তাকেই প্রধানমন্ত্রী হিসেবে আবারো দেখতে চাই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.কে.এম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সদরঘাট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ৩৩ নং ওয়ার্ডের স্বপন কুমার মজুমদার, ৩১ নং ওয়ার্ডের রুহুল আমিন তপন, ৩০ নং ওয়ার্ডের সালাউদ্দিন ইবনে আহমদ, ৩৪ নং ওয়ার্ডের ফজলে আজিজ বাবুল, ২২ নং ওয়ার্ডের সলিম উল্লাহ বাচ্চু, ৩৩ নং ওয়ার্ডের মোহাম্মদ ফারুক আহমেদ, ৩০ নং ওয়ার্ডের মুবিজুল হক পেয়ারু, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ। এছাড়া আজ নগরীর ১৯টি গুরুত্বপূর্ণ স্থানে মহানগর আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে জটিকা পরিদর্শন করেন সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

নিউজটি শেয়ার করুনঃ