অযৌক্তিক অবরোধের সুযোগে অশুভ সিন্ডিকেট নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম ১৩ নভেম্বর ২৩, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপি-জামাতের অযৌক্তিক, অবরোধ ও রাজনৈতিক কর্মসূচির সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট পরিকল্পিতভাবে নিত্য দ্রব্যপণ্যের মূল্য বাড়িয়ে দিয়ে মুনাফা লুটার পায়তারা করছে। এই সিন্ডিকেটের সাথে যুক্ত দুষ্ট চক্রকে কঠোরভাবে দমন ও নির্মূল করাটা এখন আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। জনদুর্ভোগ লাগবে যারা উদ্দেশ্যেমূলকভাবে কৃত্রিম সংকট তৈরি করছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। তিনি গতকাল সোমবার সকালে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে ২২, ২৯, ৩০, ৩১, ৩৩ ও ৩৪নং ওযার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত নাশকতা ও অরাজকতা বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি জামাত জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নির্বাচন বানচাল করার জন্য ৭১’র পরাজিত শক্তিকে সাথে নিয়ে ধ্বাংসাত্মক রাজনীতি শুরু করে দিয়েছে। তাদের এই ধ্বংসাত্মক রাজনীতির পৃষ্ঠপোষকতার ভূমিকায় অবর্তীণ হয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। দুঃখজনক বিষয় হচ্ছে এই দেশগুলো মানবতা ও গণতন্ত্রের কথা বলে। অথচ এই দেশগুলো ফিলিস্তিন ভূমিতে ইসরাইলি গণহত্যাকারীদের প্রত্যক্ষ ইন্ধন দিচ্ছে। আমাদের দেশে বিএনপি সহ কথিত বিরোধীদল ফিলিস্তিনি গণহত্যায় মার্কিনী ইন্ধনের বিরুদ্ধে একটি কথাও বলছে না। সুতরাং বুঝে নিতে কষ্ট হয় না বিএনপি জামাত এরা কারা? এদের বিরুদ্ধে ৭১’র চেতনায় আমরা রাজপথে আছি এবং আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পদক শফিক আদনানের সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, সদরঘাট থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ৩১নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম। সভামঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নির্বাহী সদস্য আবুল মনসুর, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ, ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তপন, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সালাউদ্দিন ইবনে আহমেদ, ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড আওয়ামী লীগের স্বপন কুমার মজুমদার, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পেয়ারু প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ