মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন

হোসেন মিন্টুঃ

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান গতকাল ১৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। এখন নারীর ক্ষমতায়ন ঘটেছে, মহান জাতীয় সংসদসহ দেশের সর্বক্ষেত্রেই, নারীরা এখন এগিয়ে গেছে। নারীরা আত্ম-কর্মসংস্থানের মাধ্যমে নিজের ও পরিবারের আর্থিক স্বচ্ছলতায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টাতেই বাংলাদেশে নারীরা এখন পুরুষের সাথে সমান ভূমিকা রেখে বাংলাদেশকে উন্নত অবস্থানে নিয়ে যাচ্ছে। গতকাল সকাল ১০ টায় চট্টগ্রাম মহানগরীর মোহরা সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে বার্ষিক পুরষ্কার বিতরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি নোমান আল মাহমুদ এমপি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নারী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করা উচিত। ভবিষ্যতে শিক্ষার্থীদের এই দেশের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। পড়ালেখার পাশাপাশি নারী শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হওয়া খুবই জরুরী। বর্তমান সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রতি বিশেষ দৃষ্টি রেখেছেন। সমাজের প্রতিটি উন্নয়নে নারীদের অংশীদার হওয়ার আহবান জানান। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি মহিলা কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খানের সভাপতিত্বে সহকারী শিক্ষক নাজমা চৌধুরী ও জিন্নাত জাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম মহানগরের সহ-সাধারণ সম্পাদক আশেকে রসূল খান বাবু, আওয়ামী লীগ নেতা ইমতিয়াজ উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ হাসিনা মমতাজ, সহকারী শিক্ষক প্রধান শিক্ষক রোকসানা আক্তার। এসময় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক দীপালী ঘোষ, রাবেয়া বানু, সুপ্তি দাশ, নারগিস আক্তার, স্বপ্না চৌধুরী, নন্দিতা বিশ্বাস, লিলি আক্তার শম্পা ভট্টাচার্য, কামালিকা দাশ, জাকিয়া সুলতানা, মনোয়ারা আক্তার, ফাহিমা আক্তার তানজিনা নুসরাত, তন্মী সরকার, তন্মী মিত্র, নুরুন্নাহার, ঐন্দ্রিলা বিশ্বাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ