অযৌক্তিক কর্মসূচির মধ্যেও সারাদেশ স্বাভাবিক
অস্বাভাবিক বিএনপি-জামাত

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম ২০ নভেম্বর ২০২৩, বিএনপি-জামাতের পরিকল্পিত অরাজকতা নাশকতা এবং অযৌক্তিক অবরোধ কর্মসূচি ও হরতাল বিরোধী দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তাগণ বলেন, চট্টগ্রামসহ সারাদেশে সাধারণ মানুষ এবং সকল পেশাজীবী জনতা বিএনপি-জামাতের অযৌক্তিক হরতাল কর্মসূচি প্রত্যাখান করেছে। সারাদেশে জীবনযাত্রা সহ সবকিছু স্বাভাবিক শুধুমাত্র অস্বাভাবিক বিএনপি-জামাত। তারা হরতাল ডেকে মাঠে নেই। চোরাগুপ্তা হামলা চালিয়ে অগ্নি সন্ত্রাস করে জানমালের ক্ষতি করছে। এতেই প্রমাণিত হয় এই দলটি সন্ত্রাসী। দলটির আবাসিক সম্পাদক রুহুল কবির রিজভী ওসামা বিন লাদেনের কায়দায় ভিডিও বার্তায় কর্মসূচি ঘোষণা করলেও তাদের একজনমাত্র নেতাকর্মীও মাঠে নেই। জনগণের জানমাল সুরক্ষায় মাঠে আছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আগামী নির্বাচন পর্যন্ত এভাবেই জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ মাঠে থাকবে। আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তাগণ আরো বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথেই সারাদেশ আজ উৎসব মুখরিত। আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য রাজধানীতে মানুষের ঢল নেমেছে। এতে প্রমাণিত হয়েছে মানুষ নির্বাচনের পক্ষে এবং শেখ হাসিনার সাথে আছে। ৭ই জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জনগণ টানা ৪র্থ বারের মত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আসনে অলংকৃত করবে। এই প্রত্যয় নিয়ে দলের প্রতিটি স্তরের নেতকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদের মনজয় করতে হবে। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ৩১নং আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তপন, ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন ইবনে আহমেদ, ২৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ৩০নং পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক পেয়ারু, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফজলে আজিজ বাবুল প্রমুখ। এছাড়াও নগরীর আরো ১৮টি পূর্ব নির্ধারিত পয়েন্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন এক বার্তায় বিএনপি জামাতের অযৌক্তিক কর্মসূচির মধ্যেও চট্টগ্রামে জনজীবন স্বাভাবিক থাকায় জনগণকে অভিনন্দন জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী সদস্য ও কর্মকর্তাদের জানমাল রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ