বাংলাদেশের নারীরা স্ব স্ব ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে সচেষ্ট হচ্ছে

হোসেন মিন্টুঃ

’প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের নারীরা স্ব স্ব ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠা করতে সচেষ্ট হচ্ছে’-উই বাজার এর উদ্যোগে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহযোগিতায় আয়োজিত ‘হেমন্ত উৎসব-১৪৩০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সভানেত্রী হাসিনা মহিউদ্দীন এ কথা বলেন। তিনি আরও বলেন, নারীরা এখন আর ঘরে বসে নেই। তারা নিজেদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে ব্যবসা বাণিজ্যসহ সব ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। নারীর অর্থনৈতিক মুক্তি নারীর ক্ষমতায়নকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট সীমা খাতুন, শামীম মোরশেদ, প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী, পরিচালক নূর আক্তার জাহান,শাহেলা আবেদিন, প্রাক্তন পরিচালক ফেরদৌস ইয়াসমিন, প্রতিষ্ঠাতা সদস্য ও উই বাজার এর চেয়ারম্যান চৌধুরী জুবায়েরা সাকি সহ অন্যান্য সদস্য। মেলা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ