সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন
সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান সম্পন্ন
হোসেন মিন্টুঃ
গতকাল রাউজান উপজেলাস্থ পূর্ব গুজরা জয় চাঁদ বাড়ী সর্বজনীন ধর্মপাল বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দান দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে ভদন্ত জীনানন্দ মহাথের’র সভাপতিত্বে বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেবজিৎ বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। মঙ্গলাচরণ ও উদ্বোধনী সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। শুভ কঠিন চীবর দান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত ড. সংঘপ্রিয় মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া। প্রধান ধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত জ্ঞানবংশ থের। সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জ্যোতিশ্রী থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনন্দ বড়ুয়া, শিমুল বড়ুয়া, মঙ্গলাচরণ করেন ভদন্ত নন্দপাল ভিক্ষু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সজল কান্তি বড়ুয়া, সৌরভ বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বিন্দু বড়ুয়া প্রমুখ। উক্ত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষণা ধর্ম যার যার রাষ্ট্র সভার এরই ধারাবাহিকতায় ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আমরা পরিচালনা করি বৌদ্ধদের ধর্মীয় উৎসব সমূহ পালনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর মনমানসিকতা উদার এবং প্রত্যেক ধর্মালম্বীদের সমমর্যাদা প্রদান করে থাকেন। কোমলমতি বৌদ্ধ শিশু কিশোরদের প্রাক প্রাথমিক গণশিক্ষা কার্যক্রমের পাশাপাশি আবাল বৃদ্ধদের জন্যও ত্রিপিটক শিক্ষা কার্যক্রম চালু করেছেন। সমাজে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনা করেন তাদেরকে সতর্কতার সহিত পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।