চট্টগ্রাম ৮-৯ ও ১০ আসনের মনোনয়নপত্র দাখিল করলেন নোমান-নওফেল ও বাচ্চু

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম ৩০ নভেম্বর-২০২৩, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দারুল ফজল মার্কেট থেকে আদালত ভবনে গিয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এম.পি, চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি এবং চট্টগ্রাম-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: মহিউদ্দিন বাচ্চু এম.পি মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমাদান শেষে বিভাগীয় কমিশনারের অফিসের সামনে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, এই তিনটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। এখন থেকে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী আচরণবিধি মেনে নিয়ে ভোটারদের ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের সাফল্য, প্রাপ্তি ও উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে এবং ভোটারদের মন জয় করে তাদেরকে ভোটকেন্দ্রে এসে নৌকা প্রতীক বরাদ্দ প্রাপ্ত প্রার্থীদের বিজয় করতে হবে। তিনি আরো জানান নগরীর এই তিনটি আসন এবং নগর সংশ্লিষ্ট আরো তিনটি আসন সহ মোট ৬টি আসনে যারা নৌকা প্রতীক পাবেন তাদেরকে বিজয়ী করার জন্য ইতিপূর্বে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত থানা, ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগ নেতৃত্বকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালকারিদের রাজপথে প্রতিহত করা হবে এবং তাদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা আলহাজ্ব শফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক শহিদুল আলম, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, কামরুল হাসান ভুলু, বখতিয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, রোটারিয়ান মো: ইলিয়াছ, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমেদ, সাহাবউদ্দিন আহমেদ সহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিলপূর্বক চট্টগ্রাম দারুল ফজল মার্কেট কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ