চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন—তিমির বরণ চৌধুরী
চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন—তিমির বরণ চৌধুরী
সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার তিমির বরণ চৌধুরী। গতকাল দায়িত্বভার গ্রহন কালে পটিয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে অসংখ্য নারী-পুরুষ ডাক-ঢোল বাজিয়ে বিশাল মিছিল সহকারে পটিয়া উপজেলা কার্যালয় চত্বর এলাকায় এসে নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতি’র সভাপতি কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, আশিয়া চেয়ারম্যান এমএ হাশেম, বরলিয়া চেয়ারম্যান শাহিনুর ইসলাম শানু, জিরি চেয়ারম্যান আমিনুল ইসলাম খান টিপু, ধলঘাট চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, ভাটিখাইন চেয়ারম্যান মো: বখতিয়ার, কাউন্সিলর গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, জাহাঙ্গীর আলম, মাহাবুবুর আলম, জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক রবিউল হোসেন রুবেল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম লিটন, মহিলা ইউপি সদস্য শিল্পী মিত্র, রিংকি দে, রেখা দাশ, সুমী দে সাথী সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মাঝিকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকার মাঝিকে বিপুল ভোটে জয় নিশ্চিত করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে নৌকার মাঝির পক্ষে কাজ করার আহবান জানান তিনি।
উল্লেখ্য, সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী স্বেচ্ছায় পদত্যাগ করায় পদটি খালি হলে তার স্থলে প্যানেল চেয়ারম্যান-১ কে এ দায়িত্বভার দেওয়া হয়েছে। গত ২২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখার স্মারক নং- ৪৬.০০,.০০০০. ০৪৬. ১৮. ১০২.১৬.৭৬৪ ও মন্ত্রণালয়ের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।