৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় সভায়—এম.এ.লতিফ এমপি

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর আব্দুল বারেক এর সভাপতিত্বে গতকাল বিকেলে স্টীলমিলস্থ মুন ভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম.এ.লতিফ এমপি উপরোক্ত মন্তব্য করেন। মতবিনিময় সভায় তিনি আরো বলেন “দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবির সামনে বসে বঙ্গবন্ধুর নৌকাকে যারা ডুবিয়ে দিতে ষড়যন্ত্র করছে, শেখ হাসিনার ছবির নিচে দাঁড়িয়ে শেখ হাসিনার প্রার্থীকে হারানোর জন্য যারা এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ করছে, তারা জামাত- বিএনপির চেয়েও বিষধর, মীর জাফরের বংশধর। তিনি বলেন, আওয়ামীলীগের অফিসে বসে আওয়ামীলীগ প্রার্থীর বিরোধিতা করতে দেয়া হবে না, স্বতন্ত্র প্রার্থীর অফিস স্বতন্ত্র জায়গায় করেন, আমরা দেখতে চাই শেখ হাসিনার নৌকার বিপক্ষে ওরা কারা। কোন অবস্থাতেই আওয়ামী লীগের দলীয় কার্যালয়কে “কাশিম বাজার কুঠি” বানাতে দেয়া হবে না। আমাদের মনে রাখতে হবে, এবারের নির্বাচন বাংলাদেশ এবং শেখ হাসিনার জন্য অনেক গুরুত্বপুর্ণ। গুরুত্বপুর্ণ বলেই গুরুত্বপুর্ণ আসনে গুরুত্বপুর্ণ ব্যক্তিকে তিনি মনোনয়ন দিয়েছেন। আমরা শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করে আনতে আমাদের সর্বোচ্চ মেধা, শ্রম, কৌশল ব্যবহার করবো ইনশা আল্লাহ। তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে না পারলে, তথাকথিত তৃণমুল তৃণলতার মতো ছিন্নমুল পরগাছা হয়ে যাবে। শেখ হাসিনার সাথে যারা থাকবেন, শেখ হাসিনার সিদ্ধান্ত যারা মানবেন, তারাই আওয়ামীলীগ, বাকিরা বেকার পাবলিক। উক্ত সভায় মহানগর আওয়ামীলীগের সদস্য বন্দর- পতেঙ্গা আসনে টানা তিনবার নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফ বলেন, আমি যতোবার আমার নেত্রী হতে নৌকা এনেছি, প্রতিবার বিজয়ী বেশে ওনার নৌকাকে ওনার হাতে দিয়েছি, আমি গত তিন নির্বাচনে একবারও পরাজিত নৌকা নিয়ে ওনার সামনে যাইনি, ইনশাআল্লাহ আগামি ৭ জানুয়ারি আবারো আপনাদের ভালোবাসা, দলের জন্য শ্রমদেয়া, মাঠের নির্লোভ ত্যাগী কর্মিদের গায়ের ঘাম, সাধারণ মানুষের কৃতজ্ঞতা ভর্তি করে ওনার নৌকাকে ওনার হাতে দিতে যাবো।” ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও দপ্তর সম্পাদক সেকান্দর আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক মাহাবুবুল হক মিয়া ও সভাপতি ওমর হাজ্জাজ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হালিম, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন। আরো উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নুর মোহাম্মদ, সাবেক চেয়ারম্যান জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জসীম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুরুল আবছার কন্ট্রাক্টর, মোঃ ইদ্রীছ, মোঃ নুর ইসলাম, সুলতান আহম্মদ, বাবুল হক, মোঃ মনছুর, আবু সৈয়দ মনির আহম্মদ, নেছার মিয়া আজিজ, যুবলীগ নেতা মোঃ হাসান, সালাউদ্দিন বাবার, হাসান উদ্দিন সোহেল, ছাত্র নেতা জাহিদ হোসেন খোকন, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, হালিমা বারেক, শাহনাজ বেগম, জাহিদা বেগম, মাহাবুব আরা, সহকারী পরিচালক ও ইউনিট নেত্রীবৃন্দ সহ বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ।

নিউজটি শেয়ার করুনঃ