বিএনপি নামক শবদেহের কফিনে শেষ পেরেকটি পুতঁতে আর দেরি নেই

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসীল ঘোষণার সাথে সাথেই নির্বাচনমুখী উৎসবের জোয়ারের স্রোতে বিএনপি’র কথিত সরকার পতন আন্দোলনের যবনিকা ঘটেছে। তাদের কথিত আন্দোলনের বহর অতল সাগরে তলিয়ে গেছে। বিএনপি’র সাধারণ নেতাকর্মীরাও বুঝে গেছেন তাদের দিন ফুরিয়ে গেছে অস্তগামী সূর্যের মত; যা আর কোন উদিত হবে না। তিনি গতকাল সকালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট অডিটোরিয়ামে ১৪নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, কখনো কোন আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়নি। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে চক্রান্ত ও কারচুপির মাধ্যমে। ২০০১ সালে এভাবেই আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে বিএনপি-জামাত সরকার গঠনের পর আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য যে নির্যাতন, হত্যা ও ধর্ষণের মত একে একে অপরাধ ঘটিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগ রাজপথ ছেড়ে যায়নি। অথচ বর্তমান সরকার পতনের অযৌক্তিক দাবিতে বিএনপি আন্দোলনের নামে অবরোধ ও হরতালের মত কর্মসূচির ডাক দিয়ে তারা কেউ রাজপথে নেই। কারণ বিএনপি আন্দোলনমুখী নয়। তারা পলায়নপর গুপ্তঘাতক। তাই রাজপথে না থেকে চোরাগোপ্তা হামলায় পরিবহনে ও সরকারি প্রতিষ্ঠানে বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগ করছে। এর সাথে জনগণের কোন ধরনের সম্পৃক্ততা নেই। বরং বিএনপি’র বিরুদ্ধে জনগণের তীব্র ঘৃণা বেড়েই চলেছে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ঠুনকো ও অযৌক্তিক অজুহাতে বিএনপি নির্বাচনী ট্রেন মিস করায় রাজনৈতিক মঞ্চ থেকে তাদের বিদায় ঘন্টা বেজে উঠেছে। তাদের সরকার পতন আন্দোলন ব্যর্থ-ই শুধু নয়, দলটির চির সমাধির আশংঙ্কাকে নিশ্চিত করেছে। এখন শুধুমাত্র বিএনপি নামক মৃত শবদেহটির কফিনে শেষ পেরেকটি বসানো বাকি। তিনি আরো বলেন, বিএনপি যারা করেন তারা সবাই খারাপ একথা বলা যায় না। তাদের মধ্যে সৎ ও ভালো মানুষও আছেন। এই সৎ ও ভালো মানুষরা বুঝতে পেরেছেন বিএনপি করে তারা ভুল করেছেন ও প্রতারিত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই নৌকায় উঠতে চান। এদের মধ্যে যাদের জনগ্রহণযোগ্যতা আছে তারা যদি নৌকায় উঠতে চান আমরা বাধা দিতে পারি না। বরং এটাই হবে আওয়ামী লীগের জন্য বড় প্রাপ্তি ও রাজনৈতিক সাফল্য অর্জনের মুকুটে একটি নতুন পালক সংযোজন। লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু এম.পি। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, যুব ও ক্রীড়া স্পাদক দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আফসার উদ্দিন সেলিম, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আবদুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের দিদারুল আলম দুলু, এড. আবদুল্লাহ হাসান, নাজমুল শাকিব. এড. খাইরুল ইসলাম মাসুম, এড. রাশেদুল ইসলাম, এস এম ইব্রাহিম, ইকবাল হোসেন হীরন, শফিউল আজম বাবু, নুরুল আলম বাবুল, আসলাম হোসেন মাসুম, ডা: সমীর কান্তি দাশ, শেখ দেলোয়ার হোসেন, আশরাফুল আলম, আজমল হোসেন হিরু, মাইনুদ্দিন হানিফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ