দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে বিজয়ের “৫২তম দিবস” উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মহান বিজয় দিবসের “৫২তম দিবস” উদযাপন উপলক্ষে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর, শনিবার সকাল থেকেই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে বিজয় মিছিল সহ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সূচনা হয় জাতীয় দিবস। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল আমিন স্মৃতি মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা ও ছড়া পাঠ, সাধারণ ঞ্জান প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার আয়োজন। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজল করিমের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক মুনিরুল আনোয়ারা ও শিক্ষক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আফজল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদস্য হাজী মোঃ নাছির উদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর ও বিদ্যাৎসাহী সদস্য হাজী মোঃ আসলাম, আরো বক্তব্য রাখেন শিক্ষক মোঃ রিদুয়ানুল বারী, সদস্য মোঃ সাইফুদ্দিন খালেদ খোকন, সিনিয়র শিক্ষক মোঃ গোলাম মহিউদ্দিন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রতিনিধি সদস্য বাবু সুভাশীষ নন্দী, শিক্ষীকা ফেরদৌসী আরা চৌধুরী, সিনিয়র শিক্ষক বাবুল বিকাশ সরকার। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক, মাওঃ মোঃ মোক্তার আহমদ।
অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা।

নিউজটি শেয়ার করুনঃ