ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে
প্রণোদিত করে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ও শেখ হাাসিনা এবং আওয়ামী লীগের নৌকা বারবার উজান ঠেলে সাগরের মিলন মোহনায় পৌঁছেছে এবং জাতিকে সংকট থেকে উদ্ধার করেছে। আজ থেকে নির্বাচন পর্যন্ত চট্টগ্রাম সহ সারাদেশ নৌকাময় হয়ে থাকবে। গতকাল বিকেলে ওয়াসা মোড়ে চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সাংসদ মহানগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী প্রচারণা কার্যালয়ের উদ্বোধনকালে তিনি একথা বলেন। তিনি আরো বলেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হবে। ৭১’র পরাজিত শক্তির দোসররা যদি নির্বাচন বানচালন করতে চায় তাহলে তাদের জনগণকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনের মাঠে ঠুনকো অজুহাতে বিএনপি নেই। তবে তারা মাঠে আছে অবরোধের নামে গুপ্ত হামলা চালিয়ে নাশকতা সৃষ্টি করতে। এই অপশক্তির পক্ষে তাদের বিদেশী মুরব্বিরা অনেক লাফ-ঝাপ দিলেও এখন চুপসে গেছে। তাই তারা এখন মিত্রহীন ও জনবিচ্ছিন্ন একটি অপংক্তেয় ডাস্টবিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে নির্বাচনকে যে কোন মূল্যে অংশগ্রহণমূলক করতে হবে। এই জন্য দলের প্রত্যেক স্তরের নেতাকর্মী এবং সহযোগী ভাতৃপ্রতীম নেতাকর্মীদের ভোটারদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে প্রণোদিত করতে হবে। চট্টগ্রাম-১০ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলাহাজ্ব মো: মহিউদ্দিন বাচ্চু বলেন, নেত্রী আমার উপর আস্থা ও ভরসা রেখে আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি নির্বাচিত হলে চেষ্টা করবো আমার উপর আস্থা ও ভরসার প্রতিদান দিতে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বদিউল আলমের সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলাহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এম.পি, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান ছিদ্দিকী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো: হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, নির্বাহী সদস্য সৈয়দ আমিনুল হক, বখতিয়ার উদ্দিন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, মোরশেদ আক্তার চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলু নাগ, থানা আওয়ামী লীগের মোমিনুল হক, অধ্যক্ষ আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের আতিকুর রহমান, আলহাজ্ব ছিদ্দিক আহমদ, শেখ সরওয়ার্দী. দিদারুল আলম মাসুম, সাবের আহমদ সওদাগর, আসলাম সওদাগর, কাউন্সিলর আবুল হাসনাত মো: বেলাল, নুরুল আমিন, মোরশেদুল আলম, মো: ইলিয়াছ, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, আঞ্জুমান আরা বেগম, জাহেদা বেগম পপি, হুরে আরা বিউটি, তসলিমা নুরজাহান রুবি প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ