আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম ১০ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর সমর্থনে গতকাল বাদ জোহর নগরীর ১৪ নং ওয়ার্ডে মামা ভাগ্নের মাজার থেকে জনসংযোগ অভিযান পরিচালিত হয় এবং তিনি সেখানে জহুরের নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, নির্বাচনে কোন্ কোন্ দল অংশ নিচ্ছে সেটা মূখ্য বিষয় নয়, মূখ্য বিষয় হলো নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ আমাদেরকেই তৈরি করে দিতে হবে। ভোটারদের অংশগ্রহণ ও প্রতিযোগিতা মূলক নির্বাচন অবশ্যই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে। চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামী লীগ নেতা ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু বলেন, আমি আমার শৈশব ও কিশোরকাল এই এলাকা থেকে বেড়ে উঠেছি। শিশুকালের অনেক স্মৃতি আমাকে এখনো স্মরণ করিয়ে দেয়। ছাত্রলীগের হাতেখড়ি আমার এই এলাকা থেকেই। দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক জীবনে এই এলাকার মানুষের সুখে দুঃখে আমি ছিলাম। ইনশাল্লাহ ভবিষ্যতেও নির্বাচিত হলে আপনাদের পাশে থাকবো। আমি চাই নির্বাচন প্রতিযোগিতা মূলকভাবেই হউক। প্রতিদ্বন্ধী সকল প্রার্থীকে আমি সম্মান ও সমীহ করি। আমি আশা করবো নির্বাচন শান্তিপূর্ণ ভাবেই হবে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। সম্মানিত ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য আহবান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই জনগণের ভাগ্য পরিবর্তন হয়েছে এবং দেশের সকল উল্লেখ্যযোগ্য উন্নয়ন আওয়ামী লীগ শাসনামলেই হয়েছে। জনসংযোগ অভিযানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম ১০ সংসদীয় আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লায়ন মো: হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মো: আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আফছার উদ্দিন সেলিম, নির্বাহী সদস্য বখতিয়ার উদ্দিন খান, খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর যুবলীগের সহ সভাপতি নুরুল আনোয়ার, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো: বেলাল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম, মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, ওয়ার্ড আওয়ামী লীগের দিদারুল আলম দুলু, এড. আবদুল্লাহ হাসান পিকু। গণসংযোগটি টাইগারপাস, রেলওয়ে কলোনী, মালি পাড়া, মতিঝর্ণা, ইস্পাহানি বিল্ডিং এর মোড়, চানমারি রোড, বাগঘোনা, হাই লেভেল রোড, ওয়াসার মোড়, পুলিশ লেইন হয়ে ডেভারপাড়, কুসুমবাগ আবাসিক এলাকা শেষে হযরত গরীব উল্লাহ শাহ মাজারের সামনে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুনঃ