চট্টগ্রামের পটিয়া উপজেলায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নানা অপপ্রচার শুরু করেছে

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে নৌকার প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, আমি স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।তৃর্ণমূল থেকে গড়ে উঠা। পটিয়া উপজেলা চেয়ারম্যান হিসেবে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে এলাকাবাসীর সেবা করেছি। ইয়াবা, মাদক, কিশোর গ্যাং, চাদাঁবাজ, ভূমিদস্যু, পরিবারতন্ত্র থেকে পটিয়াবাসীকে রক্ষা করব। অহিংস রাজনৈতিক, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত স্মার্ট পটিয়া গড়ার লক্ষ্যে নৌকা মার্কায় ভোট চান। সকলে দোয়া ও সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী পটিয়ার মানুষের কথা বুঝতে পেরে প্রার্থী পরিবর্তন করেছেন। নৌকা বিজয়ী নাকি ইয়াবা ব্যবসায়ী বিজয়ী হবে। নাকি সন্ত্রাস, মাদকের হোতা বিজয়ী হবে’। জনবিচ্ছিন্ন নানা অপকর্মের হোতা স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী স্বজনদের অপকর্মের কারণে জনগণের কাছে ভয় পাচ্ছেন তিনি। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নানা অপপ্রচার শুরু করেছেন। ক্ষুব্ধ জনতার ক্ষোভের বহি: প্রকাশ। এছাড়া তার ভাই নবাব, মহব্বতসহ আত্মীয় স্বজনরা সন্ত্রাসী বাহিনী গঠন করে তাদের মাধ্যমে ভূমিদস্যুতা এবং অবৈধ বালি মহালের কারবার চালিয়েছে। শুধু তাই নয়, সরকারের প্রতিটি উন্নয়ন কাজে কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে সাথে নিয়ে বিপুল অর্থ লোপাট করেছে। তার সাঙ্গপাঙ্গদের লুটপাটের কথোপকথন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিগত ১৫ বছরে পটিয়াকে পিছিয়ে ডিগবাজী করে আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে হুংকার ছুড়ছেন ও ষড়যন্ত্র করছেন। সামশুল হক চৌধুরী তার ১৫ বছরের নানা অপকর্মের কারণে জনরোষের শিকার হচ্ছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর দোষ চাপাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপরোক্ত কথাগুলো তিনি বলেছেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক হারুনুর রশীদ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ফারুক, সদস্য রাশেদ মনোয়ার, মোঃ নাছির উদ্দিন, মোজাহেরুল আলম চৌধুরী, চৌধুরী আবুল কালাম আজাদ, গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহম্মদ, এ কে এম এ আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহবুবুর রহমান, কাজী আবু তৈয়ব, আওয়ামীলীগ নেতা ঋষি বিশ্বাস, মুহাম্মদ ছৈয়দ, আলমগীর আলম, এম এন এ নাছির, শহীদুর আলী মঞ্জু, মোজাম্মেল হোসেন রাজধন, আলমগীর, জেলা যুবলীগ নেতা মতুর্জা কামাল মুন্সী, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, আব্দুল হান্নান চৌধুরী লিটন, নুর আলম ছিদ্দিকী, রফিকুল আলম, দিদারুল আলম, জহির উদ্দিন, সাইফুল ইসলাম জুয়েল, পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি গিয়াস উদ্দিন সাব্বির।

নিউজটি শেয়ার করুনঃ