যুবলীগ নেতা জমিরকে গ্রেফতারে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও সমাবেশে পটিয়া উত্তাপ্ত

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামে পটিয়া থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম যুবলীগ নেতা ডিএম জমির উদ্দীনকে আইসিটি মামলায় পটিয়া পৌর এলাকার ৪ নং ওয়ার্ড নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পটিয়া কাউন্সিলর ও সাবেক ছাত্রনেতা গোফরান রানা জানান, গত শুক্রবার ভোর রাতে যুবলীগ নেতাকে গ্রেফতারের পর বিকালে চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আদালতের নাজমুল নাহার জামিন মঞ্জুর করলেও গত শুক্রবার সন্ধ্যায় তাকে আরেকটি মামলায় ফের শোন এ্যারেন্ট দেখিয়ে আদালত চত্বর থেকে ফের গ্রেপ্তার করে পুলিশ। পটিয়া থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত মোহাম্মদ সোলায়মান বলেন, জমিরকে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা অফিসে নেয়া হয়। জানা যায়, ২০২১ সালে হুইপ সামশুল হক চৌধুরী (এমপি) ও তার পুত্র নাজমুল করিম শারুনের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস অভিযোগে যুবলীগ নেতা জমির উদ্দিন বিরুদ্ধে বাদী হয়ে সাইবার অ্যাক্টে একটি মামলা করেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক। মামলার বাদী আব্দুল খালেকের সঙ্গে আপোষনামা মূলে শুক্রবার আদালত জামিন মঞ্জুর করার পর তাকে ফের শোন এ্যারেন্ট দেখিয়ে গ্রেপ্তার করায় পটিয়ায় রাজনৈতিক অঙ্গন উত্তাপ ছড়িয়ে পড়েছে। আসামী জমিরের আইনজীবী ও জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, যুবলীগ নেতা জমিরকে আইসিটি মামলায় গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে তার আদালত জামিন মঞ্জুর করেন। পরে আদালত চত্বর থেকে ফের তাকে আরেকটি মামলায় গ্রেপ্তার করে। অপর দিকে যুবলীগ নেতা গ্রেপ্তারের পর থেকে উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করলে পুলিশ অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সম্পাদক বদিউল আলম নেতৃত্বে যুবলীগ নেতা জমিরের মুক্তির দাবিতে মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া লিটন, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসীম, যুবনেতা ইকবাল হোসেন, সাইফুদ্দিন ভোলা প্রমুখ। এ সময় যুবলীগ নেতা বদিউল আলম বলেন, মিথ্যা মামলা দিয়ে নৌকার নিশ্চিত বিজয়কে রুখে দিতে ও নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্রে লিপ্ত স্বতন্ত্র প্রার্থীরা। মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুনঃ