রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

হোসেন মিন্টুঃ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (CWCCI) ও ই-কমার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB) এর যৌথ উদ্যোগে ২৩ ডিসেম্বর থেকে চার দিনব্যাপী ‘রোড ম্যাপ অব এফ-কমার্স টু ই-কমার্স’ শীর্ষক উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি ২৩ ডিসেম্বর ২০২৩ তারিখে দুপুর ৩ টায় আরম্ভ হয়। প্রশিক্ষণের প্রথম পর্বে CWCCI এর প্রেসিডেন্ট ইন-চার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা সভাপতিত্ব করেন। তিনি তার বক্তব্যে বলেন, ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়িত বাধা থাকবে। সেই বাধা বিপত্তি অতিক্রম করে ব্যবসা পরিচালনা করার মানসিকতা থাকতে হবে। এফ কমার্স থেকে ই কমার্সের পরিবর্তনের যাত্রার মধ্যেও অনেক বাধা থাকবে। সেই বাধা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবেন। CWCCI এর পরিচালক বেবি হাসান তার বক্তব্যে বলেন, আমরা চাই নারী সমাজ যেন এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যান এটাই কাম্য। এছাড়াও CWCCI এর পরিচালক ও CWCCI এর আইসিটি ও ইয়থ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারপার্সন নূজহাত নূয়েরী কৃষ্টি তার বক্তব্যে বলেন, এফ কমার্স থেকে ই কমার্স যাওয়া খুবই গঠনমূলক একটি কাজ। আপনাদের প্রতিষ্ঠানকে ই কমার্সে রূপান্তর করতে গঠনমূলকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে CWCCI -ILO প্রোগ্রেস প্রজেক্টের বিজনেস ডেভেলপমেন্ট সাপোর্ট সার্ভিসের আইসিটি এডভাইসার এবং প্রশিক্ষণের প্রশিক্ষক মোঃ হাফিজুর রহমান মূল সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে মোট ৩০জন উদোক্তা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ