লাঙ্গলে ভোট দিয়ে নির্বাচিত করলে মডেল সীতাকুন্ড গড়ে তুলবো
লাঙ্গলে ভোট দিয়ে নির্বাচিত করলে মডেল সীতাকুন্ড গড়ে তুলবো
হোসেন মিন্টুঃ
এ দেশের মহান সংস্কারক ৯ বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু এরশাদের লাঙ্গলে ভোট দিন। আমি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, মডেল সীতাকুন্ড গড়ে তুলব। সীতাকুন্ডতে চাঁদাবাজদের অত্যাচারে মাদকের বেড়াজালে, সীতাকুন্ড আজ নরকে পরিণত হয়েছে। সীতাকুন্ড উপজেলা তথা চট্টগ্রাম-৪ সংসদীয় এলাকা সমস্ত অপরাধমুক্ত করতে হলে ব্যালেটের মাধ্যমে জবাব দিতে হবে। সীতাকুন্ডে দীর্ঘদিনের অপরাধীদের স্বর্গরাজ্য থেকে মুক্ত হতে এবং সহঅবস্থানের সুন্দর সীতাকুন্ড নির্মাণে জাতীয় পার্টির বিকল্প নেই। আজ আওয়ামী লীগের কাছে বিএনপি-জামাত নিরাপদ নয়, বিএনপি-জামাতের কাছে আওয়ামী লীগ নিরাপদ নয়, জাতীয় পার্টিই হচ্ছে সকল দলের নিরাপদ আশ্রয়। গতকাল বিকাল থেকে বারবকুন্ড, কুমিরা, লামার বাজার, ডিটি রোড, কাচাঁবাজার মার্কেট এলাকায় গণসংযোগ, পথসভা সমূহে ও বারবকুন্ড লাঙ্গলের নির্বাচনী কার্যালয়ে সুধী সমাবেশে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব দিদারুল কবির দিদার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বারবকুন্ড পৌরসভার সভাপতি এ জে এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে পথসভা সমুহে ও সুধী সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নাছির উদ্দিন ছিদ্দিকী, উত্তর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী, সাবেক কমিশনার জহুরুল আলম, জাপা নেতা ওমর ফারুক হোসাইন, উপজেলা জাপার সভাপতি রেজাউল করিম, মোঃ হোসাইন, মোঃ আলমগীর, জাহিদ হোসেন, ইমদাদ চৌধুরী প্রমুখ।