নির্বাচনকে গ্রহণযোগ্য করতে প্রত্যেক দলের সহাবস্থান নিশ্চিত করতে হবে

হোসেন মিন্টুঃ

দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) নির্বাচনী এলাকার ৪নং বরকল ইউনিয়নস্থ উত্তর বরকল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনী কার্যালয় গতকাল সন্ধ্যায় উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের প্রেসিডিয়াম সদস্য প্রবীন আলেমেদ্বীন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আল্লামা শাহ্ খলিলুর রহমান নিজামী। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জিএম শাহাদত হোসাইন মানিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাওলানা ক্বারী মুহাম্মদ ফেরদৌসুল আলম খাঁন আলকাদেরী, মুহাম্মদ ফয়েজ উল্লাহ খতিবী, মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ মামুন উদ্দিন ছিদ্দিকী, শহীদুল ইসলাম, মোর্শেদুল আলম সিকদার টিপু, মাওলানা হাসান আলী নুরী, মাওলানা আবু হানিফ, হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম, মাওলানা মুহাম্মদ মিজানুল হক, মাওলানা রুহুল আমিন কাদেরী, মুহাম্মদ সবুর, আজিজুর রহমান চৌধুরী রাসেল, রাজিব রিফাত, মোঃ মারুফুল ইসলাম, ফরহাদ হোসেন, ফরহাদ রেজা কাদেরী, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম, রশিদ আহমদ, ইমরানুল হক মহিউদ্দিন প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের নিশ্চিয়তা দেওয়ায় ইসলামী ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো সহাবস্থান ও কর্মীদের নিরাপত্তার নিশ্চিয়তা প্রদান করা জরুরী। অন্যথায় আসন্ন নির্বাচন বরাবরের মত প্রশ্নবিদ্ধ হবে নিঃসন্দেহে। বক্তারা অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতি ভোটকে যুদ্ধ নয়, উৎসবে পরিণত করার আহ্বান জানান। পরে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ