নৌকা স্বাধীনতার প্রতীক এবং জনগণই শক্তি
নৌকা স্বাধীনতার প্রতীক এবং জনগণই শক্তি
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জলবায়ু দূষণমুক্ত একটি সমাজ চাই। তার নির্দেশনা অনুযায়ী সিআরবিতে পরিবেশ সুরক্ষা রয়েছে। ইট পাথরের নগর নয়, ঐতিহ্যগতভাবে গাছগাছালি ও পাহাড় ঘেরা এই শহরকে রক্ষা করার প্রত্যয়ে আমি আবেদন জানাই। যারা পরিবেশ বিরোধী অপকর্ম করছে তাদেরকে চিহ্নিত করে অবশ্যই আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি গতকাল সিআরবি চত্বরে গণসংযোগকালে একথা বলেন। তিনি আরো বলেন, নৌকা প্রকৃতির প্রতীক। এই নৌকা বাংলাদেশ এনেছে, এই নৌকা স্মার্ট বাংলাদেশ আনবে। আমাকে নয়, শেখ হাসিনার নৌকা প্রতীককে ভোট দিন।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, মো: লোকমান, মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, মো: জুয়েল, লিটু দাশ বাবলু প্রমুখ।