পটিয়ায় স্বতন্ত্র প্রার্থীকে ২৫০০ টাকা জরিমানা

সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী ও হুইপ সামশুল হক চৌধুরীর গণসংযোগ চলার মূহুর্তে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে তাকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জানা যায়, গতকাল বুধবার বিকালে চট্টগ্রামের পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকায় গণসংযোগে অতিরিক্ত লোকজনের জমায়েত হওয়ায় এলাকায় লোকজন চলাচলে সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টি করায় রাস্তায় চলাচলের মানুষের দুর্ভোগের কারণে তাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে খবর পেয়ে সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদসহ একদল পুলিশ ঘটনার স্হলে ছুটে গিয়ে মানুষের চলাচলে রাস্তায় প্রতিবন্দ্বকতা সৃষ্টির বিষয়টি নিশ্চিত হওয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পটিয়া সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূইয়া জনি বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী গণসংযোগ প্রচারণার কালে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি। এবং লোকজন চলাচলে দুর্ভোগের শিকার ও নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। নির্বাচন চলা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ