বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণতা দিয়েছিল
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের স্বাধীনতাকে সম্পূর্ণতা দিয়েছিল
হোসেন মিন্টুঃ
‘১৯৭২ এর ১০জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা তার অপেক্ষমান সম্পূর্ণতা পেয়েছিল। বিশ্বের অধিকাংশ দেশের স্বীকৃতি আদায়, পাকিস্তানী সামরিক জান্তা ও তাদের এ দেশীয় দোসরগণের হাতে ধ্বংসপ্রাপ্ত দেশকে পুনর্গঠন, সংবিধান রচনা সহ বহুমুখী গঠনমূলক তৎপরতা জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই সেদিন কোন অরাজকতা ব্যতিরেকে বঙ্গবন্ধুর সশরীর উপস্থিতি ও প্রত্যক্ষ ভূমিকার কারণেই সম্ভব হয়েছিল।’ চট্টগ্রাম রাইফেল ক্লাব সংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে “তিনি ফিরে এলেন বিজয়ীর বেশে” শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়েদা তাহেরার সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আইয়ুবুর রহমানের সঞ্চালনায় বক্তারা এ সব কথা বলেন। উক্ত সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. আ ব ম ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ মামুন, অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, অধ্যাপক ড. ফরিদুল আলম, অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, বক্তারা আরো বলেন, আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নকে কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ এর কার্যক্রমকে সফল করে তুলতে হবে।