লাখো ভক্তের উপস্থিতিতে পটিয়ায় আমির ভান্ডার দরবারের ওরশ শরীফ উদযাপন

হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধর্মীয় আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামান (ক:স:আ:), হযরত গাউছুল আযম সৈয়দ মাওলানা আমিরুজ্জামানের বার্ষিক ওরশ শরীফ প্রধান দিবস ‌১লা মাঘ, ১৫ জানুয়ারি ২০২৪ইং, সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য উদযাপন করা হয়েছে। শাহ আমির হোসাইন খেদমত পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র স্মরণীয় দিবসে বাদে ফজর খতমে কোরআন, জোহরে খতমে গাউছিয়া, বাদে মাগরিব মিলাদ মাহফিল, রাতে আখেরী মোনাজাত ও শাহ মঞ্জিল প্রাঙ্গনে তবারুক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠানে মোন্তাজেম- এ দরবার শাহ সুফি সৈয়দ ডা: মোজেহেরুল হক শাহ (রা:)এর ৫ম পুত্র পীরে তরিকত সৈয়দ মাওলানা মুহাম্মদ আমির হোসাইন শাহ আল আমিরী(ম.) এবং দরবারে শাহ মঞ্জিলের সাজ্জাদানশীন শাহাজাদা সৈয়দ মুহাম্মদ রওনক হোসাইন আল আমিরী। বার্ষিক ওরশ শরীফে দেশের বিভিন্ন স্থানের লাখো ভক্ত আশেকান আমির ভান্ডারীর মধুর মিলন মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ