চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিবন্ধী উন্নয়ন সংঘ
চট্টগ্রাম’র পটিয়া উপজেলায় শীতবস্ত্র বিতরণ করলেন প্রতিবন্ধী উন্নয়ন সংঘ
সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামে পটিয়ায় শীতবস্ত্র বিতরণে বদির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে গতকাল সকালে পটিয়া রেলস্টেশন প্রতিবন্ধী কার্যালয়ে অসহায় গরীব-দুঃখী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন পটিয়া প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সহ-সভাপতি মোঃ নাজিম উদ্দিন, প্রধান অতিথি পটিয়া উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহবায়ক ডি,এম জমির উদ্দিন, বিশেষ অতিথি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল হাকিম রানা, সাংবাদিক ফারুকুর রহমান বিনজু,
পটিয়া রেলস্টেশন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আলম সওদাগর, আনসার ভিডিপি উন্নয়ন ক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুল আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক ও হাইদগাঁও ইউপির মেম্বার ৩নং ওয়ার্ড মোঃ আবুল কাসেম ও সঞ্চালনায় প্রতিবন্ধী উন্নয়ন সংঘ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি যুবলীগ নেতা ডি,এম জমির উদ্দিন বলেন, প্রতিবদ্ধীরা শুনতে পারে না, বলতে পারে না। কিন্তু বুঝতে পারে, বুঝতেও চেষ্টা করে। তবুও তারা মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে চাই। তারা সমাজের বোঝাঁ নয়। তারা এ সমাজে কারোও ভাই, বোন, মা, বাবা, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধাব, কারোও আপন জন। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিবন্ধীকে বাদ দিয়ে নয়। কারণ তারা এ সমাজের একটি অংশ। সরকার বিধি ও নীতিমালা তৈরির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের চাকুরীর কোঠা সৃষ্টি করার আহবান জানিয়ে আরও বলছে, মানসম্মত একটি অফিস, প্রশিক্ষণ ও চিকিৎসা ও তাদের পাশে দাঁড়ানো সহ নানান ভাবে বিভিন্ন বিষয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।