প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে যৌতুক ও মাদকের গ্লানি থেকে নিস্কৃতি মিলবে

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম লালদিঘী চত্বরে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ এবং বর্ণাঢ্য র‌্যালি সফল করুন।
আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান এবং আহলে সুন্নাত ওয়াল জামা’আতের কেন্দ্রীয় মহাসচিব পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) বলেন, যৌতুক ও মাদক আজ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক কুসংস্কার ও অবক্ষয় প্রবণতা থেকে বাঁচতে হলে জাতীয় জাগরণ ও সম্মিলিত সচেতনতা জরুরি। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে যৌতুক ও মাদকের গ্লানি থেকে নিস্কৃতি মিলবে বলে আশা করা যায়। তিনি যৌতুক ও মাদকবিরোধী কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের বিকল্প নেই বলে উল্লেখ করেন। পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) আহবানে আন্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আগামী ১৭ ফেব্রুয়ারী’২৪ শনিবার চট্টগ্রাম লালদিঘী চত্বরে অনুষ্ঠিতব্য ১৫তম যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ এবং বর্ণাঢ্য র‌্যালি সফলকল্পে সংগঠনের অক্সিজেনস্থ কার্যালয়ে রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহমুদুল হক রাজিব। প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত এর সঞ্চালনায় আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ মুছা সওদাগর, মুহাম্মদ মিঞা জুনাইদ, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ আয়ুব তাহেরী, মুহাম্মদ জাহাঙ্গীর ওসমান, মুহাম্মদ জাকারিয়া, মুহাম্মদ আলমগীর, এস এম ইকবাল বাহার, শায়ের মুহাম্মদ নাজিম উদ্দিন কাদেরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ জাকির হোসেন সওদাগর, মুহাম্মদ নাসির উদ্দিন, মুহাম্মদ সাইফুল, মাওলানা আজিম উদ্দিন, আবু ছালেহ মুহাম্মদ সাফওয়ান নূরী, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ রুহুল আমীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ