সিএমপি সদরঘাট থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬
সিএমপি সদরঘাট থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৬
সেলিম, কর্ণফুলী উপজেলা প্রতিনিধিঃ
গত ০৯/০২/২০২৪ সদরঘাট থানার মামলা নং-০১, তাং- ০৩/০১/২০২৪ সংক্রান্ত স্বর্ণালংকার উদ্ধারের নিমিত্তে অভিযান পরিচালনা কালে এসআই অর্নব বড়ুয়া সঙ্গীয় অফিসারসহ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ১টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র (পাইপ গান), ৪টি ধারালো ছোরা, ২টি তালা কাটার যন্ত্র, ১টি রেঞ্চসহ ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেন। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদকালে বর্ণিত মামলায় পূর্বে গ্রেফতারকৃত একজনের বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রকাশিত আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান জানায় যে, তার কাছে কিছু চোরাই স্বর্ণালংকার লুকায়িত আছে। তাৎক্ষণিক ভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি জোনের নেতৃত্বে ধৃত ব্যক্তিসহ অভিযান পরিচালনা করে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়স্থ পূর্বের সানাই সিনেমা হল বর্তমানে কনকর্ড গ্রুপের খালি জায়গায় থাকা ঝোপের মধ্যে মাটির নীচ থেকে তার দেখানো ও বের করে দেওয়া মতে ৫১ভরি ১২ আনা ০৩ রত্তি ৯ পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় বর্ণিত স্বর্ণালংকার গুলো সে সহ তার সাথে থাকা অপরাপর ব্যক্তিরা চকবাজার থানাধীন মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে কিছুদিন পূর্বে চুরি করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মো. আরিফ হোসেন মেহেদী প্রকাশ মেহেদী হাসান, মো. শরীফ, মেহেদী হাসান রুবেল, মো. সাইদুল ইসলাম রিগ্যান, মো. হান্নান হোসেন ও মো. রিয়াদ হোসেন।