পটিয়া রাহাত আলী স্কুলে এসএসসি পরীক্ষার্থীর বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত
পটিয়া রাহাত আলী স্কুলে এসএসসি পরীক্ষার্থীর বিদায়
ও নবীনবরণ অনুষ্ঠিত
সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ
প্রতি বছরে ন্যায় এবারও চট্টগ্রামের পটিয়ায় এ,এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি
ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ সরওয়ার হায়দার। স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক ও সিনিয়র শিক্ষক এটিএম তোহার পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটি’র অভিভাবক সদস্য তৌফিক ইবনে সালাম, মোহাম্মদ নাছির উদ্দিন, রাশেদ হোসেন খাদেমী বাহার,শফিউল আকতার চৌধুরী, মোছাম্মৎ হাছিনা আকতার প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার ফাইলপত্র, কলম ও পেনসিল সহ নানান শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি সরওয়ার হায়দার বলেন, শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এ প্রতিপাদ্য বিষয়কে সামনে ঘিরে শিক্ষার মাধ্যমে মূলবোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষার ভালো-মন্দ বিচার করে নতুন প্রজন্মকে প্রতিষ্ঠানিক নৈতিক শিক্ষায় শিক্ষিত করে সু-নাগরিক গড়ে তুলতে শিক্ষক ও অভিভবকদের সহায়তার আহবান জানান তিনি।