ইহকালের শান্তি পরকালীন নাজাতের জন্য রাসূল (দ.)’র আদর্শ অনুস্বরণের বিকল্প নেই

হোসেন মিন্টুঃ

মহানবী হযরত মুহাম্মদ (দ.)’র আদর্শ অনুস্বরণের মাধ্যমে মানবজাতির শান্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। পৃথিবীর কল্যান ও হিতকর একটি কাজ সেবা, সেবার বিভিন্ন খাত থাকলেও সমাজসেবা অন্যতম। মানব জীবনে প্রত্যেক ক্ষেত্রে সমাজসেবা সীমাহীন দাবীদার। মানুষ মরণশীল, তাই জন্ম মাত্র মৃত্যু অনিবার্য। অর্থাৎ মৃত্যুকে জয় করতে হলে এমন কিছু কাজ করে যেতে হয় যাতে মানুষ মরলেও অমর হয়ে থাকে। সমাজসেবী, শিক্ষানুরাগী, ধর্মভীরু মরহুম নাজিম উদ্দিন (রহ.) একজন সৎ, নিষ্টবান সমাজসেবক ছিলেন। তিনি ধর্মীয় ও মানবকল্যাণকর বহু কাজ করে গেছেন। আজও তাঁর রেখে যাওয়া আদর্শ স্মৃতি বহন করে চলেছে অত্র এলাকাবাসী। চন্দনাইশ পশ্চিম কেশুয়া পূর্ব পাড়া জামে মসজিদে গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার উপদেষ্ঠা, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মরহুম আলহাজ্ব নাজিম উদ্দিনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে বোখারী ও আজিমুশ্শান মিলাদুন্নবী (দ.) মাহফিল আহলে সুন্নাত ওয়াল জমাআত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলার পৌর সভার মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, উপাধ্যক্ষ ড. লিয়াকত আলী। স্বাগত বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও কেশুয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ মঈন উদ্দিন রুপন। উপস্থিত গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি মাওলানা ফেরদৌসুল আলম আলকাদেরী, মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী, মাওলানা লিয়াকত নোমানী, মাওলানা একরামুল হক, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার সহ নেতৃবৃন্দ। শেষে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ