চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মনজুর আলমঃ
দীর্ঘ প্রায় ৫ মাস কমিটি বিলুপ্তির পর আজ ১৯ শে ফেব্রুয়ারী বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার লক্ষ্যে সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর সঞ্চালনায় উপস্থিত সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীরা তাদের নিজের রাজনৈতিক পরিচয় ও নিজস্ব মতামত ব্যক্ত করেন, অধিকাংশের বক্তব্যে বিগত দিনের চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত, আওয়ামী লীগ পরিবারের সন্তান, সৎ ও দক্ষ সংগঠক, মেধাবী, সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকান্ডে জড়িত নয়, দীর্ঘদিন যারা চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের জেলা, উপজেলার নেতৃত্বে ছিল এমন নেতৃত্ব বাছাইয়ের পক্ষে মত প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের কল্যাণে, মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজম্মকে উদ্বুদ্ধ করে স্মার্ট জেনারেশন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আগামীতে চট্টগ্রাম দক্ষিণের সকলের সাথে সমন্বয় করে একটি দক্ষ কমিটি ঘোষণার প্রত্যয় ব্যক্ত করেন।উল্লেখ্য যে, বিগত ১৪ ই অক্টোবর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের কাছ থেকে রাজনৈতিক জীবন বৃত্তান্ত সংগ্রহ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।