মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরীর র‍্যালী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

হোসেন মিন্টুঃ

সদরঘাট আলকরণস্থ অসাম্প্রদায়িক চেতনার সামাজিক শিশু কিশোর সংগঠন শৈশব-এর উদ্যাগে ভাষা শহীদদের স্মরণে ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে শিশু-কিশোর, অভিভাবক ও অভিভাবিকা সমন্বয়ক সারিবদ্ধ ভাবে প্রভাত ফেরী, র‍্যালী ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা সংগঠনের কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নারীনেত্রী ও শৈশব এর সমন্বয়ক শ্রীমতি পম্পি দাশ। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সংগঠক শৈশবের উপদেষ্টা রঞ্জন চৌধুরী, ষীশু চৌধুরী, উৎপল মজুমদার, সান্টু চৌধুরী, আনন্দ দাশ, দেবব্রত চৌধুরী, সত্যজিৎ দাশ, অসীম দাশ, যীশু মুহুরী, মিঠুন দে, সিটন তালুকদার, সুষ্ময় দাশ অন্তু। আরো উপস্থিত ছিলেন নন্দিতা মজুমদার, ঝর্ণা মজুমদার, শিল্পী সরকার, লাকী আইচ, কুমকুম চৌধুরী, বৈশাখী চৌধুরী, শিমু চৌধুরী, তন্দ্রা দাশ, রুপ্না দাশ, সীমা চৌধুরী, শিপ্রা দাশ, মুনমুন দে, মিতা ঘোষ, গৌরী ঘোষ, অন্নি তালুকদার, হ্যাপী মহাজন, প্রিয়াংকা চৌধুরী, বীথি কর্মকার, সুরোশ্রী, দ্বীপ, শৈশব, অদিত্রী, সায়ন, প্রত্যুষা, সৃজিতা, অপরাজিতা, আদৃতা, তনুশ্রী মৃত্তিকা, নিঝুম, তীব্র, বিদ্যা, অর্ণব, প্রিতম, প্রিয়ন্তী, রাতুল, শুভ্রজিত, পুষ্পিতা, দূর্জয়, দেবরাজ, শ্রীতম, নিলয়, ঐশী, দিয়া, নীরব, আরাত্রিকা, ঋষিতা, ইস্পিকা, আনিকা, মামপাই, প্রিন্স, আরাধ্য, আরুশী, সম্পূর্ণা, শ্রেয়াণ, সায়ন্তী, মুন, জয়িতা, আবৃতা, মোহনা প্রমুখ।

নিউজটি শেয়ার করুনঃ