পবিত্র দরসুল ফিকহ মাহফিলে—অধ্যক্ষ আল্লামা জুবাইর
পবিত্র দরসুল ফিকহ মাহফিলে—অধ্যক্ষ আল্লামা জুবাইর
মনজুর আলম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ফিকহ শাস্ত্র সম্পর্কে সম্যক ধারনা না থাকাই বর্তমানে মাজহাবী ফিতনা বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- ইসলামী শরিয়ায় কুরআন ও হাদিসের পরেই ফিকহের স্থান। সত্যিকার অর্থে ফিকহ কিতাবুল্লাহ এবং সুন্নাহ থেকে পৃথক কিছু নয় বরং এ দুয়ের গভীরে থাকা বিষয়গুলো সুস্পষ্ট সামনে আসার নামই হচ্ছে ফিকহ। ফিকহ হচ্ছে ঐশী হেদায়েত এবং শরিয়াতে নববী হতে আবিষ্কৃত একটি বিষয়। যা মানুষের আত্নপরিচয়সহ যাবতীয় কল্যাণকর এবং ক্ষতিকর বিষয়াদি সম্পর্কিত জ্ঞান। সর্বোপরি কুরআন সুন্নাহ হতে বিবেক বুদ্ধি দ্বারা উদঘাটিত জ্ঞানকে শরীয়তের পরিভাষায় ফিকহ বলে। তিনি আরও বলেন-ফিকহ এমন একটি শাস্ত্র, যা থেকে শরীয়াহ’র বিস্তারিত প্রামাণাদি থেকে ব্যবহারিক শরীয়াহ’র বিধি-বিধান সম্পন্ধে জ্ঞাত হওয়া যায়। এমনকি যাতে বিস্তারিত দলিল প্রমান দ্বারা নির্গত শরীয়তের কর্মবিধায়ক বিধানাবলী আলোচনা করা হয়। ফিকহ শাস্ত্র হচ্ছে ইসলামী আইন কানুন এবং এ সম্পর্কিত বিজ্ঞান। যার জনক হচ্ছে- হযরত ইমামে আজম আবু হানিফা (রাদ্বি)। ইহ ও পরকাল উভয় জগতে সাফল্য অর্জনই হচ্ছে এটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ফিকহ শাস্ত্র সম্পর্কে সম্যক ধারনা না থাকাই বর্তমানে মাজহাবী ফিতনা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ২২ ফেব্রুয়ারী’২৪ জুমাবার বিকেল ৪টায় চেরাগী মোড়স্থ সালমা ভবন ২য় তলায় শহীদ হালিম মিলনায়তনে অনুষ্ঠিত দরসুল ফিকহ মাহফিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি বরেণ্য আলেমেদ্বীন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় কো-চেয়ারম্যান শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস আল্লামা এনামুল হক সিকদার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – অধ্যক্ষ আল্লামা নুরুল আমিন চিশতি, উপাধ্যক্ষ আল্লামা জাকের আহমদ সিদ্দিকী, এস এম আবদুল করিম তারেক, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, মাষ্টার মুহাম্মদ আনোয়ারুল আজিম। মাওলানা রফিকুল ইসলাম নেজামীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক আল্লামা মুফতি মুহাম্মদ জয়নুল আবেদীন জিহাদী, এম ওয়াহেদ মুরাদ, এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, ডাঃ হাসমত আলী তাহেরী, মাওলানা আবদুল মালেক আশরাফি, মুফতি আল্লামা মহিউদ্দিন তাহেরী, মাওলানা মাসুদ করিম চৌধুরী ও মাওলানা মুহাম্মদ মনসুর আলম, কাজি আলাউদ্দীন ও শহিদুল ইসলাম প্রমূখ।