চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদের নামাজের জানাজা অনুষ্ঠিত

হোসেন মিন্টুঃ

গত শনিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ৬টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী জহুর আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে এবং ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন গভীর ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম হাজী জহুর আহমেদ চৌধুরী নামাজের জানাজা গত শনিবার বাদ আছর আগ্রাবাদস্থ বহুতল কলোনী মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বহুতল জামে মসজিদের পেশ ঈমাম। মরহুমের জানাজায় শরিক মুসুল্লি ও মরহুমের গুনগ্রাহীদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, প্রয়াত জননেতা হাজী জহুর আহমেদ একজন পরিচ্ছন্ন রাজনীতিক ছিলেন। তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে আওয়ামী লীগের কঠিন সময়গুলোতে সাংগঠনিক কর্মকান্ড ও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন। দলেল প্রত্যেক স্তরের নেতাকর্মীদের সাথে তার সম্পর্ক ছিল আন্তরিকতা ও বন্ধু সুলভ। তাই তিনি সকল স্তরের নেতাকর্মীদের একজন শ্রদ্ধাবাজন ও সম্মানীত রাজনীতিক হিসেবে বরেণ্য ছিলেন। জানাযায় ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এ.কে.এম বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ নোমান আল মাহমুদ, সফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, নির্বাহী সদস্য কামরুল হাসান বুলু, রোটারিয়া মোহাম্মদ ইলিয়াস, হাজী বেলাল আহমদ, থানা আওয়ামী লীগের জাহাঙ্গীর চৌধুরী সিএইসি স্পেশাল, হাজী মোহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড আওয়ামী লীগের ইসকান্দার মিয়া, জানে আলম, আসলাম হোসেন, জিয়াউল হক সুমন, জয়নাল আবেদীন আজাদ, সাইফুল আলম চৌধুরী, মোরশেদ আলী, এরশাদ মামুন, জাফরুল হায়দার সবুজ, রিদুয়ানুল হক, নুর নবী লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু, মরহুমের সন্তান মোহাম্মদ হাসান, মোহাম্মদ মোরশেদ সহ থানা, ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্যা নেতাকর্মীরা মরহুমের নামাজের জানাযায় অংশগ্রহণ করেন। মরহুমের জানাযা শেষে ৩নং ফকিরহাটস্থ তাঁর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ