13th World Trade Organization Ministerial Conference এর ITC SheTrades Summit এ যোগ দিচ্ছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রতিনিধি দল

হোসেন মিন্টুঃ

13th World Trade Organization Ministerial Conference এ দুই দিনব্যাপী ITC SheTrades Summit যোগ দিতে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল গত ২৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সামিটটি ২৪-২৫ ফেব্রুয়ারি আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দল সম্মেলনে বিভিন্ন প্যানেল আলোচনা, কর্মশালা, মাস্টারক্লাস, আইটিসি শিট্রেডস ইনোভেশন ফেসটিভ্যাল এবং গবেষণা ও উন্নয়নের কেন্দ্রভূমি মাসদার সিটি পরিদর্শন করবেন। তাছাড়া, তারা নারী উদ্যোক্তাদের পুঁজির যোগান পেতে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের ভূমিকা শক্তিশালী করে তোলার বিষয় নিয়ে আলোচনায় অংশ নিবেন। সম্মেলনের মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করা এবং ভবিষ্যতে নারীদের ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক কাজগুলো সহজ হয়ে উঠার জন্য নানান পক্ষেপ গ্রহণে সরকারি ও বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা। এ সম্মেলনে WTO ও ITC এর যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের একত্রিত করে নারী ও বাণিজ্য বিষয়ে একটি হাই লেভেল ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ ইভেন্টে WTO-ITC Women Exporters in the Digital Economy (WEIDE) Fund এর উদ্বোধন করা হবে, যা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে এবং তাদের নতুন বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন করবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দলে থাকছেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, পরিচালক নুর আক্তার জাহান, বেবি হাসান, মোস্তারী মোরশে স্মৃতি, প্রাক্তন পরিচালক ও সদস্য ফাতেমা বেগম, সদস্য নীলিমা আকতার চৌধুরী, সৈয়দা আফরোজা বেগম, ফরিদা সিদ্দিকী, এইচ. এম. হাকিম আলী, রুসালি শাহেন শাহ আলী চৌধুরী ও রাহনুমা রুসান শাহরুখ আলী চৌধুরী। উল্লেখ্য যে, ITC SheTrades ২০১৫ সালে প্রথম যাত্রা শুরু করে। এ উদ্যোগের ফলে বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের ব্যবসার অনেক ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তারা নারী উদ্যোক্তা উন্নয়নের কাজ মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান, রপ্তানি উন্নয়ন সংস্থা, চেম্বার অব কমার্স, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে করে। বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সদস্যরা, সচিবালয় ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ITC) সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত বাণিজ্য সৃষ্টি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ২০১৭ সালের বুয়েনোস আইরেস WTO ঘোষণা একটি বড় মাইলফলক ছিল। ঘোষণাটি বাণিজ্য ও নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন সম্পর্কিত এবং ঘোষণায় WTO এর দুই-তৃতীয়াংশ সদস্য অংশগ্রহণ করেন। ২০২১ সালে ১৩৪ WTO সদস্য ও পর্যবেক্ষকরা বাণিজ্য ও লিঙ্গ নিয়ে একটি অনানুষ্ঠানিক সংগঠন শুরু করে এবং ১২তম WTO Ministerial Conference এ আন্তর্জাতিক বাণিজ্যে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে জরুরি বলে স্বীকৃতি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ