চট্টগ্রামে বাবা-মায়ের একমাত্র ছেলে নিখোঁজ

কে ডি পিন্টুঃ

চট্টগ্রাম নগরীতে প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হয় মো. হাবিব হাওলাদার (১২) নামের দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্র। নিখোঁজের পর থেকে একমাত্র পুত্র সন্তানকে খুঁজে না পেয়ে মা-বাবার গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে উঠেছে নগরীর পাহাড়তলী ১১নং ওয়ার্ডের জেলে পাড়া মহা শশান মিয়ার বাড়া ঘর এলাকার আকাশ-বাতাস। নিখোঁজ ছেলের ছবি ও খেলার সামগ্রী বুকে ধরে তার স্মৃতিগুলো মনে করে ডুকরে ডুকরে কেঁদে উঠছেন মা-বাবা। নিখোঁজ হাবিব ওই এলাকার মো. জাফরের একমাত্র পুত্র সন্তান এবং স্থানীয় আবু সিদ্দিক কমিশনার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। নিখোঁজ হাবিবের বাবা মো.জাফর বলেন, ৯ মার্চ শনিবার সকাল অনুমান ১০.৩০ ঘটিকায় জেলে পাড়া মহা শশান মিয়ার ভাড়া ঘর হতে নিখোঁজ হয়ে যায়। পরে বিকাল গড়িয়ে রাত হয়ে গেলেও হাবিব আর ঘরে ফিরেনি। আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজেও পাওয়া যায়নি ছেলে হাবিবকে। পরে ১১ মার্চ পাহাড়তলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ হাবিব হাওলাদের বাবা জাফর। এখন প্রশাসনসহ সকলের কাছে ছেলেকে ফিরে পেতে সহযোগিতা চেয়েছেন নিখোঁজ হাবিবের মা-বাবা।

এব্যাপারে পাহাড়তলী থানার এসআই সৈয়দ মাঈন উদ্দীন আহমেদ ফয়সাল বলেন, হাবিব নামের এক ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় জিডি করেছে ওই ছেলের পরিবারের লোকজন। আমরা বিভিন্ন থানায় নিখোঁজ হাবিবের ছবি পাঠিয়েছি। সন্ধান পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ