পটিয়ায় পবিত্র রমজানে নুরানী মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ
পটিয়ায় পবিত্র রমজানে নুরানী মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ
সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ
প্রতি বারের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের পটিয়া পৌরসভার গৌবিন্দার খীল ৩ নং ওয়ার্ড মরহুম সোনা মিয়া সওদাগর নুরানি হেফজখানা, এতিম খানা ও ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে শনিবার সকালে মাদ্রাসার চত্বরে ৭” শতাধিক দুঃস্থ-গরীব দুঃখী অসহায় লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনা মিয়া সওদাগর নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি সোনা মিয়া সওঃ নুরানী মাদ্রাসার পরিচালক ও পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সস্পাদক মোহাম্মদ আলমগীর, ভান্ডারী ও দেহত্ব গানের পটিয়ার সমরাট মোহাম্মদ মাহাবুল বশর (মাহাবু ফকির), নাছির উদ্দীন, জুনু মিয়া, কবির আহমদ, জাফর আহমদ, আরফান উদ্দিন সহ এলাকার গর্ণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম বলছে, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অন্যায়কে সমর্থণ করে না। ইসলাম ধর্মকে মনে প্রাঁণে ধারণ করতে পারলে সকলের জীবন উজ্জ্বল আলোর ন্যায় আলোকিত হয়ে সকলের জীবন ধর্ন্য হবে। রমজান মাস রহমতের মাস তাই সকল মুসলিম ভাই বোন রহমতের মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিক ভাবে ইবাদত করতে হবে। পবিত্র মাহে রমজানে অসহায় লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার জন্য মহান আল্লাহ সোবাহানু তা-লাহ সবাইকে তৌফিক দান করুক আমীন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করছেন, পটিয়া সোনা মিয়া সওঃ নুরানি হেফজখানা, এতিমখানা ও ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মৌওলানা মো শহিদুল ইসলাম।