ফতুল্লার আলোচিত শিশু গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামী গ্রেফতার
ফতুল্লার আলোচিত শিশু গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামী গ্রেফতার
শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
র্যাব-৮, সিপিসি-১ এবং র্যাব-১১, সিপিসি-১ এর যৌথ অভিযানে পটুয়াখালীর বাউফল থানাধীন চন্দ্রপাড়া এলাকা থেকে গ্রেফতার, র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১১, সিপিসি-১ একটি বিশেষ আভিযানিক দল ১৯/০৩/২০২৪ আনুমানিক ১৮ঃ০৫ ঘটিকার সময় কোম্পানী অধিনায়ক মেজর সোহেল রানা এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রপাড়া এলাকা হতে ১জন শিশু গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামী (২নং এজাহারভুক্ত) মন্টু@মাসুদ রানা (২০), পিতা- মকবুল@ভিক্ষুক, সাং-মাসদাইর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাসদাইর এর বাসিন্দা ফরদি খান উজ্জল এর মেয়ে ভিকটিম শিলা আক্তার (১৩) সূতার মিল এ কাজ করতো। ঘটনার দিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত আনুমানিক ২৩ঃ০০ ঘটিকায় ভিকটিম বাসার বাইরে আসলে আসামীরা (অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভ ছাড়াও আরও ২ জন) মুখ চেপে ধরে ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগস্ত জনৈক জামাল মিয়ার নির্মানাধীন বাড়ির ৪র্থ তলায় আনুমানিক রাত ২৩ঃ৩০ ঘটিকা থেকে ১ঃ০০ ঘটিকা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় প্রাথমিকভাবে একটি ধর্ষণ মামলা নং-৫০ তারিখঃ ২৭/০২/২০২৪ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/৯(১)/৩০ রুজু করা হলেও ভিকটিম তার জবানবন্দিতে (২২ ধারা মোতাবেক) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সামনে অপূর্ব, জীবন, মন্টু এবং শুভ’র গণধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে মানষিক ও শারীরিক নির্যাতনের বিষয় ব্যাখ্যা করে। ঘটনাটি র্যাবের নজরে আসলে র্যাব আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯/০৩/২০২৪ র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল আসামীকে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন চন্দ্রপাড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য হস্তান্তর করা হয়েছে।