মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা সেবা সম্পন্ন

হোসেন মিন্টুঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপলক্ষে ২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার সকাল ১০.০০ টায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশন কার্যালয় ১৫০১-০২, ও.আর. নিজাম রোড (গোলপাহাড় মোড়), পাঁচলাইশ, চট্টগ্রাম-এ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে প্রায় একশতজন দরিদ্র হৃদরোগী বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ গ্রহণ করেন। এছাড়া হতদরিদ্রদের যাকাত ফান্ড থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। উক্ত চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ, সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: মোঃ আবু তারেক ইকবাল, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা: এ.কে.এম নাসির উদ্দিন, অপারেশনাল কমিটির আহ্বায়ক পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, মেডিকেল অফিসার ডা: ইয়াসমিন সুলতানা ও ডা: অভিজিৎ সাহা। এখানে দিন ব্যাপী গরীব ও অস্বচ্ছল হৃদরোগীদের ফ্রি চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, পরীক্ষা নিরীক্ষা ও অস্বচ্ছল হৃদরোগীদের মাঝে যাকাত ফান্ডের অনুদান প্রদান করা হয়। এছাড়া দিবসের শুরুতে সংগঠনের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুনঃ