দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হোসেন বাবলা, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়।

২৬ মার্চ, মঙ্গলবার সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজল করিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা মিসেস ফারহানা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি মোঃ সেলিম আফজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য হাজী মোঃ নাছির উদ্দিন, সৈয়দ আনোয়ারুল‌ করিম রুশদি।

বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ওসমান গনি, শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক শুভাশিস নন্দী, শিক্ষক মিলন চক্রবর্তী, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী, শাহীনা আক্তার, হুমায় আরা বেগম, শিক্ষক মাওঃ মোঃ মুক্তার আহমেদ এবং দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান। স্বাধীনতার সভায় প্রধান অতিথি বলেন, সুশিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের অবশ্যই স্বাধীন বাংলাদেশের পতাকা, মানচিত্র এবং স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি দৃঢ় আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ