কৃষি উন্নয়নই পারে দেশকে সত্যিকার স্মার্ট বাংলাদেশে পরিণত করতে

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগের উদ্যোগে বাংলাদেশ কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান গত ১৯শে এপ্রিল সকাল ১০ টায় দক্ষিণ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দক্ষিণজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউল করিম আতিকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের জাতীয় পরিষদ সদস্য, দক্ষিণ জেলা কৃষকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন বাদল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক নবাব আলী, টিপু, সাংগাঠনিক সম্পাদক নুরুল হুদা বুলু, সম্পাদক মন্ডলীর সদস্য নাজের ফারুকী, আসিফ ইকবাল, নাজের ফারুকী, নোয়াব আলী, সদস্য তাহেজুল ইসলাম, আবদুস সবুর, এম.এ.শাকুর, মিজানুর রহমান, চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সভাপতি মাষ্টার হুমায়ুন কবির, সাতকানিয়া উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষকলীগ নেতা নাছির উদ্দীন আহমদ, আহমদ, আজাদ হোসেন চৌধুরী, মোঃ ফরিদ, হোসেন রহমত উল্লাহ, হেলাল উদ্দীন, নাজিম উদ্দীন, হাবিবুর রহমান, মোঃ জাবেদ, আজাদ দোভাষ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ কৃষকলীগ কৃষকের অধিকার প্রতিষ্ঠাসহ কৃষকদের জীবন মানউন্নয়নে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকদের সকল রকম সাহায্য সহযোগিতা ছাড়াও সরকারের সার্বিক কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষকলীগ সবসময় সোচ্চার ভুমিকা পালন করে যাচ্ছে। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চারনেতা, ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আবদুর রব সেরনিয়াবাতসহ কৃষকলীগের প্রয়াত সকল নেতা কর্মীদের আত্বার মাগফেরাত এবং শান্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। সভায় বক্তারা বলেন, কৃষি উন্নয়নে দেশের উন্নয়ন বহুলাংশে নির্ভর করে। কৃষকদের জীবন মান ও প্রযুক্তিগত উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভুমিকা পালন করে যাচ্ছে যা সত্যি প্রশংসনীয়। সভায় বক্তারা বলেন সত্যিকার কৃষি উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পুর্ণতায় পারে দেশকে একটি স্মার্ট এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে।

নিউজটি শেয়ার করুনঃ