বোয়ালখালীতে নানা আয়োজনে মে দিবস পালিত

হোসেন মিন্টুঃ

বোয়ালখালীতে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। বুধবার সকলে বোয়ালখালী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ উপলক্ষে গণসঙ্গীত, আলোচনা সভা ও লাল পতাকার গণমিছিলের আলোজন করে বোয়ালখালী সম্মিরিত মে দিবস উদযাপন পরিষদ। মে দিবস উযাপন পরিষদের আহবায়ক সেহাব উদ্দিন সাইফুর সভপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, শিক্ষাবিদ অধ্যাপক কানাই দাশ, শ্রমিক নেতা মোহাম্মদ আলী, কৃষক নেতা নজরুল ইসলাম আজাদ, জামাল আবদুল নাসের, প্রকৌশলী এনামুল হক মঞ্জু, নারী নেত্রী মদিনা বেগম, শিক্ষক নেতা আমির হোসেন, শ্যামল চৌধুরী, মফিজুর রহমান, ক্ষেতমজুর নেতা শ্যামল বিশ্বাস, টেম্পু শ্রমিক নেতা মোহাম্মদ সেলিম, যুব নেতা সুকান্ত শীল, সাজ্জাদ হোসেন, রুপন দাশ , সুদর্শন দাশ, ছাত্র নেতা হিমেল চৌধুরী, প্রনয় দে, অমিত দেব প্রমুখ। সভায় বক্তারা বলেন, শ্রমজীবী মেহনতি মানুষই তাদের শ্রম ও ঘামের মধ্য দিয়েই সভ্যতা বিনির্মাণ করে চলেছেন অথচ তারা অবহেলিত, শোষিত। আমাদের দেশে এখনও জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত ও বাস্তবায়ন হয়নি। দেশের শ্রমজীবী মানুষের আশি শতাংশ অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। সেখানে মানুষের শোষণ সবচেয়ে বেশি। এখনকার তাপদাহে শ্রমজীবী মানুষই সবচেয়ে বেশি কষ্ট ভোগ করছে। অনুষ্ঠানের শুরুতে মে দিবেস গান পরিবেশন করে বোয়ালখালী সাংষ্কৃতিক ইউনিয়ন। পরে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে লাল পাতাকার গণ মিছিল উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুনঃ