চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমান বন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি পুকুরে

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিমানবন্দরের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পুকুরে পড়ে গেছে। লরির ধাক্কায় নিখোঁজ শিশু উদ্ধার। এ ঘটনায় আহত তিন পথচারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের বাটারফ্লাই সংলগ্ন পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পড়ে যায়। লরিটি টেনে উঠানোর সময় নিখোঁজ শিশুটিকে মৃত উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ওয়াহিদ চৌধুরী বলেন, ‌পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় ৪ পথচারী লরির ধাক্কায় আহত হয়। ৩ জনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। লরিটি টেনে উঠানোর সময় নিখোঁজ শিশুটিকে মৃত উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। তারা স্থানীয়দের সহযোগীতায় নিখোঁজ শিশুকে উদ্ধার করেছে।

চমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটির মায়ের নাম নুসরাত জাহান। তিনিসহ তাঁর পরিবারের দুই সদস্যকে চমেক হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ