প্রস্তুতিমূলক বাছাই ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি জয়ী
প্রস্তুতিমূলক বাছাই ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি জয়ী
ক্রীড়া ডেস্কঃ
স্কুল ও বয়স ভিত্তিক টিম গঠনের লক্ষ্যে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে প্রস্তুতি ম্যাচে ৪-২ গোলে চিটাগাং ড্রাইডক উচ্চ বিদ্যালয় টিম কে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি।
খেলার শুরুতে ড্রাইডক উচ্চ বিদ্যালয়ের অয়নের দেয়া গোলে এগিয়ে যায় স্কুল টিম। এর পর একাডেমির পক্ষে চৌকস খেলোয়াড় রবিনের দুই গোলে এগিয়ে যেতে থাকে আয়োজক টিম। খেলা শেষ হবার ৩মিনিট পূর্বে ইশতিয়াকের দূরপাল্লার শট কিপার ইব্রাহিম কে বোকা বানিয়ে বল জালে আটকালে খেলায় সমতা ফেরান।
ইন্জুরি টাইমে একাডেমির বদলী খেলোয়াড় দূরান্ত মানিক ২টি গোল দিয়ে একাডেমি টিম কে জয় উপহার দেন। কাল বিকেলে সিডিএ বালুর মাঠে ২য় প্রীতি ম্যাচ কিশোর ফুটবল টিমের সাথে অনুষ্ঠিত হবে।
আসন্ন উপজেলা/ আন্তঃস্কুল/ কিশোর ও যুব ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ উপলক্ষে ৩টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। বাছাই করা হবে তিন ক্যাটাগরিতে ১৩,১৫ ও ১৬-১৮ বয়সী ফুটবল খেলোয়াড়।
খেলাটি পরিচালনা করেন উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, টিম ম্যানেজার ও সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার, মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার।