সুইসাইড নোট লিখে না ফেরার দেশে পটিয়ার এক তরুণী
সুইসাইড নোট লিখে না ফেরার দেশে পটিয়ার এক তরুণী
সুজিত দত্ত, স্টাফ রিপোর্টারঃ
যৌতুকের দাবি কে কেন্দ্র করে রিমা আকতার (২০) নামে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটে। স্হানীয় সুত্রে জানাযায়, গত শুক্রবার রিমা আকতার ও মিজানুর রহমান মোরশেদের বিয়ের দিন ধার্য্য করা হয়। কিন্তু বিয়ের আগে দিন গত বৃহস্পতিবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে রিমার সঙ্গে মিজানুর কথা কাটা-কাটির জেরে রিমা নিজ শয়ন কক্ষে সিলিংফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন।পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর ১২ টায় হাইদগাঁও ৮ নং ওয়ার্ড হিরা তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানাযায়, গত শুক্রবার রিমা আকতার ও মিজানুর রহমান মোরশেদের বিয়ের দিন ধার্য্য হয়। কিন্তু বিয়ের আগের দিন বৃহস্পতিবার দুপুরে যৌতুকের টাকা নিয়ে রিমার সঙ্গে মিজানুর কথা কাটা-কাটির জেরে রিমা আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিমা বৃহস্পতিবার বিকালে মৃত্যু কোলে ঢলে পড়েন। নিহত রিমার ভাই আজগর হোসেন বলেন, বিয়েতে বরযাত্রী খাওয়া দাওয়া বাবদ মোরশেদের পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়। আমার বোনের কাছ থেকে আরও যৌতুক চেয়ে নগদ টাকা দাবি করায় আমার বোন শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে মোরশেদের মুখোশ উন্মোচন করে না ফেরার দেশে চলে যান। এবং রিমার মৃত্যুর আগে সুইসাইড নোটে বিভিন্ন কথা লিখে গেছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন বলেন, পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।