পটিয়ায় যৌতুক চাওয়াকে কেন্দ্র করে বিয়ের আগের দিন এক তরুণীর আত্মহত্যায় হবু স্বামী গ্রেফতার
পটিয়ায় যৌতুক চাওয়াকে কেন্দ্র করে বিয়ের আগের দিন এক তরুণীর আত্মহত্যায় হবু স্বামী গ্রেফতার
সুজিত দত্ত,স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রামের পটিয়ায় যৌতুক চাওয়াকে কেন্দ্র করে রিমা আক্তার (২১) নামের এক তরুণীর বিয়ের আগের দিন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় হবু স্বামী মিজানুর রহমান মোরশেদকে আজ বুধবার (৩ জুলাই) ভোরে সিলেট মহানগর শায়েস্তা গঞ্জ কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। উল্লেখ যে, গত ২৭ জুন মেহেদী অনুষ্ঠান দিন রিমা আক্তারের সাথে যৌতুকের ফার্নিচার দেওয়ার বিষয়কে কেন্দ্র করে বর মিজানুর রহমান মোরশেদের সাথে রিমার ঝগড়ার জের ধরে রিমা আকতার চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় কয়েক দিন পর রাতে নিহতের বাবা মনির আহমদ বাদী হয়ে মিজানুর রহমান মোরশেদ বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করে। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলছে, রিমা সাথে মোরশেদে চার বছর ধরে প্রেমের সম্পর্ক। গত দেড় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ের কথা ঠিক হয়। সেই নিয়মেও কাবিননামা সম্পন্ন হয়। বর যাত্রীর খাবার বিষয়ে দুই লাখ টাকা রিমার পরিবার থেকে মোরশেদের পরিবার নগত টাকা নেওয়ার পরও বিয়ের আগের দিন ফার্নিচার দাবি করে রিমার পরিবার থেকে বিয়ের পরে ফার্নিচার দেওয়া কথা বলার পরও। মোরশেদ রিমাকে ফোন করে বলে, অনুষ্ঠান দিন ফার্নিচার তার বাড়িতে না পৌঁছলে সে বিয়ের পিঁড়িতে বসবেন না। তাদের মধ্যে ফোনে ঝগড়ার এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে সিলিংফ্যানের সাথে রঁশি পেঁচিয়ে রিমা আত্মহত্যা করে। ঘটনার পর থানায় মামলা দায়ের পুলিশ অভিযান চালিয়ে আজ ৩ জুলাই বুধবার ভোরে সিলেট থেকে স্বামী মোরশেদকে গ্রেপ্তার করে পটিয়া থানার পুলিশ।